Govinda-Sunita Divorce: ‘ডিভোর্সের খবর গোবিন্দাই দেবে!’, এবার ‘আহুজা’ পদবি সরালেন অভিনেতার স্ত্রী সুনীতা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা গোবিন্দার পুরো নাম  গোবিন্দ অরুণ আহুজা। তবে বলিউডে তিনি গোবিন্দা নামেই পরিচিত। কেরিয়ারের শুরু থেকেই তিনি বিবাহিত। বেশ ছোট বয়সেই সুনীতার সঙ্গে ঘর বেঁধেছেন অভিনেতা। বিয়ের পর থেকেই স্বামীর পদবি ‘আহুজা’ নামের সঙ্গে ব্যবহার করছেন সুনীতা। দীর্ঘ ৩৭ বছর পর নিজের নাম থেকে সেই পদবি সরালেন সুনীতা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, তাঁদের বিচ্ছেদের খবর। এবার সেই ভাঙনেরই আভাস পাচ্ছেন ফ্যানেরা। 

আরও পড়ুন- Mithun Chakraborty Birthday: হেলেনের গ্রুপে নাচতেন ‘রানা রেজ’ নামে, বলিউডের প্রথম ১০০ কোটির ব্লকব্লাস্টার তাঁরই…’মহাগুরু’ মিঠুন

৩৭ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল। কয়েক মাস আগে খবর চাউর হয়, ভেঙে যাচ্ছে এই দম্পতির বিয়ে। সংসার ভাঙার খবরে দীর্ঘদিন চর্চায় রয়েছেন গোবিন্দা-সুনীতা। কেবল তাই নয়, এ নিয়ে ট্রোলের শিকারও হয়েছেন তাঁরা। পরে এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন সুনীতা। ফের সোশ্যাল মিডিয়ায় আলোচনায় তাঁদের বিচ্ছেদ। ইনস্টাগ্রামে সুনীতার নামের পদবিকে কেন্দ্র করে এবার শুরু চর্চা। 

আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর নাম ছিল‘সুনীতা আহুজা’। এখন ‘এসসুনীতা’ দেখা যাচ্ছে। মূলত এরপরই নতুন করে বিচ্ছেদের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে সুনীতার সঙ্গে যোগাযোগ করলে সুনীতা বলেন, “আমি ‘আহুজা’ মুছে ফেলেছি এবং নামের আগে অতিরিক্ত একটি ‘এস’ যুক্ত করেছি। এই ‘এস’ আমার নামের প্রথম অংশের। কিন্তু এই পরিবর্তন এখন নয়, আরো এক বছর আগে করেছি।”

আরও পড়ুন- Sunjay Kapur Company’s Future Owner: স্ত্রী-সন্তানেরা নন, করিশ্মার প্রাক্তন সঞ্জয়ের ১০৩০০ কোটির সম্পত্তি সামলাবেন…

এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সুনীতা বলেন, “এটি সম্পূর্ণরূপে সংখ্যাতত্ত্বের উদ্দেশ্যে করা হয়েছিল। আমি নাম-খ্যাতি চাই। এটা কে না চায়, তাই না?” তাহলে নাম পরিবর্তন কি আপনাকে সেই স্বীকৃতি এনে দিয়েছে, যা চেয়েছিলেন? জবাবে সুনীতা বলেন, “অবশ্যই! আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি গত কয়েক মাসে কতটা ভাইরাল হয়েছি? আমি পুরো ইন্টারনেট জুড়ে আছি!” স্বামীর নামের উপাধি বাদ দেয়ার বিষয়ে সুনীতা বলেন, “আমি আহুজা, এটি পরিবর্তন হবে না। আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তখনই পদবিটি বাদ দেওয়া হবে।”

গোবিন্দার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে সুনীতা বলেন, “যেদিন সত্যি এ রকম কিছু হবে, আপনারা আমার এবং গোবিন্দার কাছ থেকেই জানতে পারবেন। সেদিন না হয় বিশ্বাস করবেন। আমি চিন্তাই করতে পারি না, গোবিন্দা আমাকে ছাড়া বাঁচবে, আর আমি গোবিন্দাকে ছাড়া বাঁচতে পারব! গোবিন্দা কখনো কোনও বোকা নারীর জন্য তাঁর পরিবার ছেড়ে যাবে না।”

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *