দূরে পড়ে ছেঁড়া জামা, মাটির নীচে পোঁতা ধর্ষণে বিক্ষত নাবালিকার দেহ! ক্ষিপ্ত জনতা বাঁকুড়ার বর্বরকে নিয়ে…| man rapes minor and bury her in the ground in bankura accused died after the beating by locals


মৃত্যুঞ্জয় দাস: প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাট করতে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেছিল মদ্যপ যুবক। কিন্তু শেষরক্ষা হলনা। গ্রামবাসীরাই যুবককে ধরে গনপিটুনি দেয়। গণপিটুনির পরে মৃত্যু হয় অভিযুক্ত যুবকের। বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকার ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছিল অভিযুক্ত মৃত যুবক।  

স্থানীয়ভাবে জানা গিয়েছে, সোমবার বিকালে পাত্রসায়ের থানা এলাকার একটি গ্রামে বছর দশেকের প্রতিবেশী এক নাবালিকাকে সঙ্গে করে লালু লোহার নামের স্থানীয় এক যুবককে গ্রামের রাস্তায় যেতে দেখেন স্থানীয়রা। তারপর থেকে ওই নাবালিকার কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। সন্ধ্যার মুখে স্থানীয়দের কাছ থেকে জেনে ওই যুবককে চেপে ধরেন নাবালিকার পরিবারের লোকজন। সন্দেহ হওয়ায় ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা। 

আরও পড়ুন:Abhijit Gangopadhyay Hospitalized: বিপদ এখনও কাটেনি! গুরুতর শ্বাসকষ্টের সমস্যায় নন-ইনভেসিভ ভেন্টিলেশনে অভিজিত্‍…

মদ্যপ যুবকের অসংলগ্ন কথায় স্থানীয়রা একপ্রকার নিশ্চিত হয় ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য মাটিতে পুঁতে ফেলার চেষ্টা চালাচ্ছিল ওই যুবক। যুবকের দেখানো জায়গায় সদ্য খোঁড়া একটি গর্ত এবং তার পাশেই একটি কোদাল দেখতে পান স্থানীয়রা। অদূরেই পড়েছিল নাবালিকার বিবস্ত্র দেহ। এরপরই স্থানীয়রা অভিযুক্ত ওই যুবকের উপর চড়াও হয়ে মারধর করতে শুরু করে। খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসারত অবস্থায় লালু লোহার নামের ওই যুবকের মৃত্যু হয়। 

এদিকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পাত্রসায়ের থানার ওই গ্রামে। নাবালিকার দেহ উদ্ধারের পাশাপাশি এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে মোতায়েন করা হয় পুলিস বাহিনী। নাবালিকার পরিবারের দাবি নাবালিকাকে ধর্ষণ করে তাকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্ত যুবক লালু লোহার। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য আজ নাবালিকা ও অভিযুক্ত যুবকের দেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠাচ্ছে পুলিস। পুলিস জানিয়েছে নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নাবালিকাকে যৌন নিগ্রহ ও খুনের মামলা রুজু করা হয়েছে। 

আরও পড়ুন:Watch Andhra shocking news: ছিঃ… খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই সামান্য টাকা আদায়ের জন্য মহিলাকে গাছে বেঁধে প্রকাশ্য মার!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *