মর্মান্তিক ঘটনা কালীগঞ্জে! ভাগীরথী পারাপারের সময়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ…এখনও চিহ্ন মেলেনি…। Boat accident in Kaliganj son of sailor fell in river missing sad voters reluctant to cast vote after incident Kaliganj Bypoll 2025


সন্দীপ ঘোষ চৌধুরী: নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের (Kaliganj Bypoll 2025) দিন দুপুরবেলা ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। ফুলবাগান চৌধুরীপাড়া থেকে ভোটারদের নিয়ে ভাগীরথী নদী (Bhagirathi River) পার হচ্ছিল একটি নৌকা। সেই নৌকায় তখন ছিলেন মাঝিরই ছেলে। নদীতে পড়ে তলিয়ে গেলেন তিনি। নাম লালা হালদার (২০)।

নৌকা থেকে আচমকা জলে লালা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে ফুলবাগান এলাকার বুথ নম্বর ২৫২-এ ভোট দেওয়ার জন্য চৌধুরীপাড়া থেকে প্রায় ৭০ জন ভোটারকে নৌকায় করে নদী পার করানো হচ্ছিল। সেই সময়ে নৌকা থেকে আচমকা জলে পড়ে যান লালা। সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে যায়। মাঝি ও অন্যান্যরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে নদীতে স্রোত থাকায় সেটা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: Deadly Attack: ১২০ মিনিটের মৃত্যুতাণ্ডব! অতর্কিত আক্রমণে ডুবল ২১ মার্কিন জাহাজ, ধ্বংস ৩০০ বিমান, ভয়ংকর মৃত্যু ২৪০৩ সেনার…

ভোট দিতে চাননি কেউই

তৎক্ষণাৎ খবর দেওয়া হয় জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতরে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ভোটার বলেন, ‘আমরা সবাই নৌকায় চেপে নদী পার হচ্ছিলাম। হঠাৎ দেখলাম ছেলেটি জলে পড়ে গেল। আমরা ভয় পেয়ে যাই। এই ঘটনার জেরে ওই অঞ্চলের বেশিরভাগ ভোটারই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং ভোট না দিয়েই বাড়ি ফিরে যান। ওই প্রত্যক্ষদর্শী ভোটারই জানান, ‘এর পর আর কেউই ভোট দিতে যেতে চাননি। আমরা সবাই ফিরে এসেছি।’

আরও পড়ুন: Neem Karoli Baba’s Extraordinary Predictions: অর্ধ শতাব্দী আগে যা-যা বলে গিয়েছেন তা এখন অক্ষরে-অক্ষরে মিলছে! জানুন, নিম করোলি বাবার আশ্চর্য সব ভবিষ্যদ্বাণী…

শোকার্ত পরিবারের পাশে

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যত দ্রুত সম্ভব নিখোঁজকে উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে নিরাপত্তার প্রশ্নে নতুন করে ভাবনাচিন্তা করা হচ্ছে। এদিকে এই মর্মান্তিক ঘটনায় নির্বাচনকেন্দ্রিক উৎসাহ ও চাঞ্চল্য কিছুটা হলেও স্তিমিত হয়ে পড়েছে কালীগঞ্জ এলাকায়। মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তাঁরা শোকার্ত পরিবারের পাশে থাকার দাবিও জানিয়েছেন।

আরও পড়ুন: Ambubachi 2025 Dates: অম্বুবাচী কবে? কত দিন চলবে? কামাখ্যা মন্দিরে কী হয় এই উপলক্ষে? জানুন ঋতুরক্তের গোপন রহস্য…

নৌকাই ভরসা

উল্লেখ্য, ভাগীরথী নদীর একাধিক পাড়ে থাকা গ্রামগুলিতে বরাবরই ভোটের দিনে নৌকাই একমাত্র ভরসা। কিন্তু ভোটের দিনে এত বড় দুর্ঘটনা ঘটায় উদ্বেগে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় মানুষজন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *