Mainul Ahsan Noble: তরুণীকে আটকে দিনের পর দিন ধর্ষণ! জেলেই নোবেলকে বিয়ের নির্দেশ আদালতের…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২০ মে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে (Mainul Ahsan Noble) গ্রেফতার করে বাংলাদেশের (Bangladesh) ডেমরা থানা পুলিস। এক তরুণীকে অপহরণ করে ৭ মাস আটকে রাখে নোবেল। দিনের পর দিন ধর্ষণের শিকার হয় সেই তরুণী। নোবেলকে যখন গ্রেফতার করা হয় তখন স্ত্রী সালসাবিল মাহমুদ বলেছিলেন, ওর সঙ্গে কোন মেয়ে যে ৭ মাস থাকতে পারে সেটাই তাঁর বিশ্বাস হয় না। 

আরও পড়ুন- Karisma Kapoor Ex Husband’s Funeral: তিক্ত স্মৃতি ভুলে সঞ্জয়ের শেষকৃত্যে করিশ্মা! কান্নায় ভেঙে পড়ল ১৪ বছরের কিয়ান, পাশে করিনা-সইফ…

অভিযোগকারিনী তরুণী ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। ২০১৮ সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পরিচয় হয়। তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে পড়তেন।  নোবেলের সঙ্গে মোবাইলে প্রায় সময় কথা-বার্তা বলতেন। এরপর নোবেলের সঙ্গে দেখাও করেন সেই তরুণী।  নোবেল তাঁকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তাঁর বর্তমান ঠিকানায় নিয়ে যান।

এরপর সেই তরুণী ফিরতে চাইলে একপর্যায়ে আরো দুই-তিনজনের সহায়তায় তাঁকে সেই বাড়িতেই আটক করে রাখেন নোবেল এবং দিনের পর দিন ধর্ষণ করেন। এরপর ফোন পেয়ে গত ২০ মে রাত ২.৩০টের সময় নোবেলের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিস। এই মামলাতেই এবার নোবেলের সঙ্গে মামলার বাদীর (ইডেন মহিলা কলেজের ছাত্রী) রেজিস্ট্রি বিয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন- Mamata Banerjee condemns Akshay Kumar’s Kesari Chapter 2: ‘লজ্জা করে না বাঙালি বিপ্লবীদের অসম্মান করতে?’, অক্ষয়ের ছবিকে তুলোধোনা মমতার! দায়ের FIR…

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার আসামি নোবেল গত ২০ মে হতে জেলহাজতে আটক আছেন। যেহেতু বাদী ও আসামির মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি করেছেন। মামলার বাদী ও আসামি বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। সেহেতু জেলহাজতে আসামি ও বাদীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আদালত বিয়ের নির্দেশে দিলেও এদিকে নোবেলের স্ত্রী রয়েছেন। সালসাবিলের দাবি, নোবেলকে তিনি ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন। কিন্তু সেটা মিটমাট করা হয়। ফলে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়নি। এই অবস্থায় নোবেল দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। 
নোবেলের স্ত্রী থাকা সত্ত্বেও নোবেল কি তাহলে ফের বিয়ে করতে যাচ্ছেন? এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চা হচ্ছে। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত সালসাবিল মাহমুদ নিজের প্রতিক্রিয়া জানাননি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *