বাবার শেষকৃত্যে জ্ঞান হারালেন মানারা, পাশে নেই দিদি প্রিয়াঙ্কা-পরিণীতি!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) পিসতুতো বোন ও অভিনেত্রী মানারা চোপড়ার (Mannara Chopra) পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ১৬ জুন, ৭২ বছর বয়সে প্রয়াত হন মানারার বাবা রমন রাই হান্ডা। তিনি দিল্লি হাই কোর্টের আইনজীবী ছিলেন। মানারার পরিবারে রয়েছেন তাঁর মা কামিনী চোপড়া হান্ডা ও বোন মিতালী হান্ডা। মানারার পদবি হান্ডা, তবে দিদি প্রিয়াঙ্কার নির্দেশেই পদবি পরিবর্তন করে হান্ডা থেকে চোপড়া হয়েছেন মানারা। 

আরও পড়ুন- Karisma Kapoor Ex Husband’s Funeral: তিক্ত স্মৃতি ভুলে সঞ্জয়ের শেষকৃত্যে করিশ্মা! কান্নায় ভেঙে পড়ল ১৪ বছরের কিয়ান, পাশে করিনা-সইফ…

পরিবার সূত্রে জানা গেছে, মানারা ও তাঁর বোন মিতালী হান্ডা বাবার শেষকৃত্যে অংশ নেন। প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়াসহ পরিবারের অন্যান্য সদস্যরাও দুই বোনকে সান্ত্বনা দিতে উপস্থিত ছিলেন। কিন্তু প্রশ্ন উঠেছে এই দুঃসময়ে কেন বোনের পাশে নেই প্রিয়াঙ্কা-পরিণীতি? প্রিয়াঙ্কা শোকবার্তা জানালেও দেখা নেই পরিণীতির। লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি। 

আবেগঘন মুহূর্তে ভেঙে পড়লেন মানারা
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, মানারা নিজেই বাবার মরদেহ কাঁধে নেওয়ার অনুরোধ করছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, মানারা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পড়েন, তখন পরিবারের সদস্যরা তাঁকে ধরে রাখেন। তিনি বোন মিতালীর কাঁধে ভর দিয়ে চোখের জল ফেলছেন, আর মা কামিনী চোপড়া হান্ডা তাঁকে শান্ত করার চেষ্টা করছেন। পরিণীতি চোপড়ার বাবা পবন চোপড়া ও ভাই সাহজ চোপড়াকেও মানারা ও তাঁর পরিবারের পাশে দাঁড়াতে দেখা যায়।

 

শেষকৃত্যের পর মানারার শোকবার্তা

শেষকৃত্য শেষে মানারা একটি অফিসিয়াল বিবৃতি শেয়ার করেন, যেখানে তিনি লেখেন, “গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় পিতা ১৬/০৬/২০২৫ তারিখে পরলোকগমন করেছেন। তিনি ছিলেন আমাদের পরিবারের মূল স্তম্ভ।”

আরও পড়ুন- Mainul Ahsan Noble: তরুণীকে আটকে দিনের পর দিন ধর্ষণ! জেলেই নোবেলকে বিয়ের নির্দেশ আদালতের…

প্রিয়াঙ্কা চোপড়ার সমবেদনা বার্তা

প্রিয়াঙ্কা চোপড়া নিজে উপস্থিত থাকতে না পারলেও ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সমবেদনা জানান। তিনি লেখেন, “আপনি আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন। শান্তিতে বিশ্রাম নিন রমন আঙ্কল (ফুফাজি)। ওম শান্তি।”

মানারার কর্মজীবন

মানারা চোপড়া মূলত তেলুগু ও হিন্দি চলচ্চিত্র শিল্পে কাজের জন্য পরিচিত। সম্প্রতি তিনি ‘বিগ বস ১৭’-তে অংশ নিয়ে দ্বিতীয় রানার-আপ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *