কোর কমিটির বৈঠকে মধ্যমণি সেই অনুব্রতই, কাজলের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বড় সিদ্ধান্ত…| Any objectionable post in social media will be punished decission taken in Birbhum core committee meet


প্রসেনজিত্ মালাকার: দলের গোষ্ঠীদ্বন্দ্বে রাশ টানা নিয়েই মূলত আলোচনা হল বীরভূমে কোর কমিটির বৈঠকে ৷ কাজল-কেষ্ট দুজনেই উপস্থিত ৷ পাশাপাশি, ফেসবুকে বিভাজনমূলক পোস্ট করলেই কড়া পদক্ষেপ নেবে দল, বৈঠক শেষে জানালেন আশিষ বন্দ্যোপাধ্যায়৷  ২৯ জুন হবে জেলা কমিটির বৈঠক। তবে আজকের বৈঠকের মধ্যমণি সেই অনুব্রতই ৷ 

বৈঠক শেষে বীরভূম সাংসদ শতাব্দী রায় বলেন, “দল তো একটাই। সবাই এক সঙ্গে কাজ করা উচিত৷ এত বড় দলে মত বিরোধ হতেই পারে৷ তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন৷ ভোট এলে সবাই তৃণমূল। এটা আমি দেখেছি।”

বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলকে মধ্যমণি করেই হল তৃণমূল-কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন ৯ জন কোর কমিটির সদস্যই। অনুব্রত মণ্ডল, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রাণা সিং, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূল জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ সহ দুই আমন্ত্রিত সদস্য বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল।

প্রসঙ্গত, কাজল-কেষ্ট দ্বন্দ্ব মেটাতে কলকাতায় দুজনকে আলাদা করে নিয়ে বৈঠক করতে হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও ফিরহাদ হাকিম৷  জানা গিয়েছে, সাংবাদিকদের সামনে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, দলের যে কোন কর্মসূচি ঘোষণা করবে বা সিদ্ধান্ত নেবে কোর কমিটিই৷ তৃণমূলের শীর্ষ নেতৃত্বর এই নির্দেশের পরেই বোলপুর দলীয় কার্যালয়ে হল কোর কমিটির বৈঠক।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কোর কমিটির আহ্বায়ক আশিষ বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ জুন বীরভূম জেলা কমিটির বৈঠক হওয়ার কথা ছিল৷ তা পিছিয়ে দেওয়া হল৷ ২৯ জুন হবে জেলা কমিটির বৈঠক। যা মূলত ২১ জুলাই কলকাতায় শহীদ স্মরণসভায় দলীয় কর্মীদের নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হবে৷ এছাড়া, ১২ জুলাই ফের কোর কমিটির বৈঠক হবে৷ সিউড়িতে দলীয় কার্যালয়ে হবে বৈঠকটি৷

আরও পড়ুন-জায়গা নিয়ে চুলোচুলি… ২ মহিলার কিল-চড়-ঘুষি, ফাটল মাথা! লেডিস স্পেশালে রক্তারক্তি কাণ্ড!

আরও পড়ুন- বাড়ি ফরিদপুরে, বর্ধমানে জেঠুকে বাবা সাজিয়ে কুয়েতে বাংলাদেশি যুবক, পাসপোর্ট নবীকরণ করতে গিয়েই…

আশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, “২১ জুলাই সফল করতে জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছে৷ আর দলে কোন কোন্দল থাকবে না৷ সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি ও সাঁইথিয়া ব্লক সভাপতিকে সতর্ক করে দেওয়া হয়েছে। ফেসবুকে যে কোন দলের প্রিয় নেতাকে নিয়ে পোস্ট করতেই পারেন৷ কিন্তু, বিভাজন মূলক পোস্ট করলে দল কড়া ব্যবস্থা নেবে।” 

তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, দলের শীর্ষ নেতৃত্বে নির্দেশ মত কাজল-কেষ্ট দ্বন্দ্ব মেটাতে দীর্ঘ আলোচনা হয়েছে। এদিন বিকেল ৩ টে ৩০ মিনিট থেকে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়৷ ১ ঘন্টা বৈঠক হয়৷ তবে কোর কমিটির বৈঠক শেষে আশিষ বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ, শতাব্দী রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেও কোন মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *