রেশন দোকানে শুরু হল দীঘার মহাপ্রসাদ বিলি! লম্বা লাইনে ভক্তদের হইচই…| Mahaprasad distribution of Digha Jagannath temple in Chunchura


বিধান সরকার: জয় জগন্নাথ বলে দীঘার মহাপ্রসাদ বিলি শুরু হল রেশন দোকান থেকে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার গ্রাহকদের হাতে তুলে দিলেন প্রসাদ। চুঁচুড়া স্টেশন রোডের একটি রেশন দোকানে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করলেন উপভোক্তারা।

দীঘার মন্দির থেকে জগন্নাথের প্রসাদি খোয়া ক্ষীর নিয়ে এসে নির্দিষ্ট মিষ্টির দোকানে সেই ক্ষীর মিশিয়ে তৈরি হয় প্যারা গজা। দীঘার জগন্নাথের ছবি আর প্রসাদ বাক্স বন্দি করে রেশন দোকান থেকে বিলি করা হয়। বিধায়ক বলেন, ‘আজ থেকে শুরু হল। এরপর সব জায়গায় প্রসাদ বিলি করা হবে। যারা হিন্দুত্বের বরাই করে। তারা অরিজিনাল হিন্দু নয় ছদ্মবেশি। তারা সনাতন ধর্মের বদনাম করার জন্য এরা বাংলায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যারা অরিজিনাল হিন্দু তারা জগন্নাথের প্রসাদ গ্রহণ করে ধন্য হচ্ছেন।’

আরও পড়ুন:Famous Actress Death: করাচির ফ্ল্যাটে উদ্ধার বিখ্যাত অভিনেত্রীর পচাগলা দেহ! খুন নাকি…

বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, ‘যাদের শাসনে হিন্দু নিপীড়ন হয় তাদের মুখে এই কথা মানায় না।একটা সম্প্রদায়কে তোষন করে সনাতন ধর্মের কথা বলছে। ভোটের স্বার্থে জগন্নাথের প্রসাদ বিলি করছে। এতে লাভ কিছু হবে না। সনাতন ধর্মের মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না। আগামী নির্বাচনে সেটা টের পাবে।’

প্রসঙ্গত, কদিন আগেই জানা গিয়েছিল, দীঘায় জগন্নাথদেবের প্রসাদ বিলি হবে রেশনের মাধ্যমে। হুগলি চুঁচুড়া পুরসভার রেশন ডিলারদের নিয়ে মিটিং করেছিলেন মহকুমা শাসক। শহরবাসী রেশনের মাধ্যমে পাবেন জগন্নাথদেবের প্রসাদ। তখনই বিজেপি বিধায়ক জানিয়েছিলেন, তিনি এই প্রসাদ গ্রহণ করবেন না।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: একাধিক দিক থেকে আয় হতে পারে মিথুনের, অতিরিক্ত কাজের চাপ নেবেন না ধনু…

এবার প্রথম দীঘায় জগন্নাথ ধামে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা। পদপিষ্টের ঘটনা এড়াতে এক কিমি পথ জুড়ে থাকবে রথের রশি! রথের দিনে মুখ্যমন্ত্রী নিজে থাকবে দীঘায়। তিনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার পর শুরু হবে জগন্নাথের রথযাত্রা। এসব নিয়ে কদিন আগেই প্রস্তুতি-বৈঠক হল নবান্নে। ভক্তরাও রথের রশি স্পর্শ করতে পারবেন, আবার পদপিষ্টের ঘটনা এড়ানো যাবে– মুখ্য়মন্ত্রীর নির্দেশেই দীঘায় তাই রথে রশির দৈর্ঘ্য এক কিমি হতে চলেছে। পুলিসি ব্যবস্থা ও নিরাপত্তা নজরদারির জন্যও মুখ‌্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। দীঘায় সমস্ত হোটেলে বুকিং হয়ে গিয়েছে। রথের প্রস্তুতি বৈঠকে হোটেলে ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সমস্যা সমাধানে হোটেল মালিকদের সঙ্গে পর্যটন দফতরকে বৈঠক করতে বলা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *