মেরুকরণের প্রভাব কতটা? আভাস দেবে কালীগঞ্জ-ই! শেষকথা শাসকেরই নাকি… Kaliganj Assembly by Election Results to be declared on Monday


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একুশের বিধানসভা ভোটে জেতা আসন। কিন্তু চব্বিশে লোকসভা নির্বাচনে আবার তৃণমূলের ভোট কমেছে কালীগঞ্জে। এবার কীভাবে? আগামীকাল, সোমবার উপনির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশ। ভোট পর্ব মিটেছে নিবির্ঘ্নেই। ভোটদানের হার ছিল প্রায় সত্তর শতাংশ।

আরও পড়ুন:  New Political Party in Bengal before 2026 Assembly Election: ছাব্বিশে বাংলায় নতুন হিন্দুত্ববাদী দল! সল্টলেকে গোপন বৈঠকে তৈরি ব্লু-প্রিন্ট, উদ্যোগী বিজেপির-ই ‘লড়াকু’ নেতা…

একুশের বিধানসভা ভোটে কালীগঞ্জ বিধানসভা তৃণমূলের দখলে। সংখ্য়ালঘু অধ্যুষিত এই বিধানসভা ৫৪ শতাংশেরও বেশি ভোটে পেয়েছিল রাজ্যের শাসকদলই। প্রায় ৪৭ হাজার ভোটে জিতেছিলেন নাসিরুদ্দিন আহমেদ। চলতি বছরে ১‍ ফ্রেরুয়ারি প্রয়াত হন তিনি। বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হল কালীগঞ্জে। কবে? গত বৃহস্পতিবার।

সাধারণ নির্বাচনের মতো উপনির্বাচনে কিন্তু ভোটারদের তেমন উত্‍সাহ দেখা যায় না। কিন্তু কালীগঞ্জে উপনির্বাচনে বৃষ্টি মাথায় করেও ভোট দিয়েছেন ৬৯.৮৫ শতাংশ মানুষ। যা অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদ। উল্টোদিকে বিজেপির আশিষ ঘোষ আর বাম-কংগ্রেস জোট প্রার্থী কাবিলউদ্দিন শেখ।  খাতায় কলমে ত্রিমুখী লড়াই হলেও আলোচনায় মূলত তৃণমূল ও বিজেপিই।

এদিকে ভোটের দিনে বুথ থেকে বেরিয়ে মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়িয়েছে বিজেপি প্রার্থী আশিষ ঘোষ। এমনকী, তাঁর বাঁ হাতের মধ্য়মাতে ভোটের কালিও দেখা গিয়েছে। অথচ কমিশনে নিয়মে ভোট দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির বাঁ হাতে তর্জনীতে কালি দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে কেন ব্য়তিক্রম? রিপোর্ট তলব করেছে কমিশন।

চব্বিশের লোকসভা ভোটের নিরিখে কালীগঞ্জ বিধানসভায় এগিয়ে তৃণমূলই। দ্বিতীয় স্থানে বিজেপি। ভোটের ব্যবধান ৩০, ৭৭৩।  চব্বিশে লোকসভা ভোটে কালীগঞ্জে বিধানসভা এলাকায় ভোট পড়েছিল ৭৯.৫৯ শতাংশ।

আরও পড়ুন:  Army Jawan Death: দিদির শেষকৃত্য করে কাজে ফিরে রহস্যমৃত্যু, গঙ্গাসাগরে ফিরল সেনা জওয়ানের নিথর দেহ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *