New Political Party in Bengal before 2026 Assembly Election: ছাব্বিশে বাংলায় নতুন হিন্দুত্ববাদী দল! সল্টলেকে গোপন বৈঠকে তৈরি ব্লু-প্রিন্ট, উদ্যোগী বিজেপির-ই ‘লড়াকু’ নেতা…


মৌমিতা চক্রবর্তী:  ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নতুন দল আসার জোরাল সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই দলের পিছনে রয়েছে বিজেপির বড় মাথা। দীর্ঘদিনের বিজেপি নেতার কথা উঠে আসছে এই দল গঠনের ভূমিকায়।

২০২৬-এ বড় অস্ত্র হতে চলেছে মেরুকরণের রাজনীতি, যা বঙ্গে এখন প্রবল। হিন্দু আবেগে শান দিতে যেখানে ক্রমশই সুর চড়াচ্ছে বিজেপি সেখানেই এক নয়া জল্পনা! হিন্দুত্বর অস্ত্র নিয়ে বাংলার রাজনীতিতে আসতে চলেছে নতুন দল! ‘পশ্চিমবঙ্গ হিন্দু সেনা’ এই নাম নিয়েই খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল। 

আরও পড়ুন: Mysterious death in Gariahat: গড়িয়াহাটের অভিজাত পাড়ায় রহস্যমৃত্যু! ফ্ল্য়াটের দরজা খুলতেই… আঁতকে ওঠা দৃশ্য…

সূত্রের খবর, শুক্রবার সল্টলেকের একটি গোপন ঠিকানায় বৈঠকও হয়েছে এই নতুন দলের! ২৫ জন ছিলেন ওই দিনের বৈঠকে। বঙ্গ বিজেপির পরিচিত এক লড়াকু মুখ ছিলেন ওই বৈঠকে। ছিলেন বিজেপির বেশ কয়েকজন পুরনো কিন্তু ‘নিষ্ক্রিয়’ নেতাও। এই বৈঠকে ছিলেন মোট ২৫জন নেতা। 

প্রসঙ্গত, একদিকে দুর্নীতি আর আরেকদিকে হিন্দুত্ব- এই দুইয়ের ককটেলেই, বিজেপি ২০২৬-এর ভোটে লড়তে চাইছে।

এ প্রসঙ্গে বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে কোনও নতুন দল এলে তা অবশ্যই স্বাগত, তবে পশ্চিমবঙ্গের বাইনারি এতে চেঞ্জ হবে না। যত দলই আসুক না কেন, ভোট আর ভাগ হবে না। তাই নতুন দল আসলে মানুষ তার উদ্দেশ্য খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি। আগে তৃণমূল হারবে, তারপর পতাকার রঙ পাল্টাবে। তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপিই।’ 

আরও পড়ুন: Ahmedabad Plane Crash: আমদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকপ্রকাশ, অভিষেকের স্বচ্ছ তদন্তের দাবি…

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা রোটি-কাপড়া-মাকানের নীতিতে চলে। বিজেপি বাংলাকে বঞ্চিত করে বলে ধর্মীয় ভেদাভেদ চালাতে হয়। যেই আসুক, বাংলায় বিভাজনের রাজনীতি কাজ করবে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *