গাড়ি থেকে নামতেই দুষ্কৃতীকে ধাওয়া, হাজত ঘরের সমানে উঠল জয় শ্রীরাম স্লোগান| BJP supporters shouted Jai Sriram slogan in court premisses


চিত্তরঞ্জন দাস: আদালতের হাজত ঘরের দরজায় দাঁড়িয়ে ‌জয় শ্রীরাম স্লোগান! দুষ্কৃতীকে ঘিরে ধরে বিক্ষোভ। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের কর্মীকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতিরা। তাই তারা প্রতিবাদে নেমেছেন। এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই। ধৃত দুষ্কৃতীর নাম বাদশা আনসারী সেখ। 

পূর্ব বর্ধমান জেলার গলসীর পারাজের বাসিন্দা সেখ আনসারি। আসানসোলের কালিপাহাড়ির বাসিন্দা করণ চৌবে নামে বিজেপির এক সক্রিয় কর্মী দিন দুয়েক আগে আসানসোল জেলা অফিস থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে পিছনে ছবি লাগিয়ে সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। দুর্গাপুরে তাকে সংবর্ধনা দিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, সংবর্ধনা দিয়েছিলেন জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বুদবুদের ১৯ নম্বর জাতীয় সড়কের সংবর্ধনা দিয়েছিলেন জেলা সহ-সভাপতি রমন শর্মা।

বিজেপি কর্মীদের অভিযোগ, বুদবুদ ৩নং গেটের সামনে তাদের কর্মীকে মারধর করে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী। ভেঙ্গে দেওয়া হয় সাইকেল। ছিঁড়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের ছবি। তারপরেই তারা বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই বুদবুদ থানার পুলিশ সেখ আনসারী নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করছিল বুদবুদ থানার পুলিস। তখনই মহকুমা আদালতের সামনে থেকে পুলিসের গাড়ি ধাওয়া করে যায় বিজেপির কর্মীরা। ওই দুষ্কৃতীকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। আদালত চত্বরে ঢুকে হাজত ঘরের সামনে ঢুকে যেতেও দেখা যায় বিজেপি কর্মীদের। দুষ্কৃতীকে কড়া শাস্তি দিতে হবে বলেও দাবি করা হয়।

আরও পড়ুন-ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ইরানের ৬ বিমানবন্দর, ধ্বংস বহু যুদ্ধবিমান

আরও পড়ুন-স্লিপার ক্লাসে সিট নিয়ে ঝামেলা, সহযাত্রীকে ট্রেনেই পিটিয়ে মেরে ফেলল ৫ বর্বর…

জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”আমাদের সক্রিয় কর্মী ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন। অটল বিহারি বাজপেয়ী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি নিয়ে সাইকেলে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তখনই বুদবুদের তিন নম্বর গেটের সামনে এক দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। তারপরেই বুদবুদ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় ওই দুষ্কৃতীকে। ওই দুষ্কৃতীর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। আমরা কড়া  শাস্তি চাইছি। সেই জন্যই আমাদের এই বিক্ষোভ।”

পাল্টা কটাক্ষ করে প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদব বলেন,”এর পিছনে রাজনৈতিক যোগ নেই। অন্য কোন কারণে হয়তো এই ঘটনা ঘটেছে। পুলিস নিশ্চয়ই ব্যবস্থা নেবে। তবে বিজেপির কর্মীরা কাজ না করে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এসব বিক্ষোভ দেখাচ্ছে।”

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *