Flies: মাছির দৌরাত্ম্যে দিনরাত কাটছে মশারির ভেতরেই! নাজেহাল ৮-১০ গ্রামের মানুষ, ছড়াচ্ছে অসুখও…


মৃত্যুঞ্জয় দাস: মাছির (Flies) দৌরাত্ম্যে জেরবার এলাকাবাসী। স্থানীয় একাধিক হ্যাচারি থেকে হাজারে হাজারে ছড়িয়ে পড়েছে মাছি। আর এই মাছির তাণ্ডব এতটাই যে স্থানীয় গ্রামগুলির মানুষের দৈনন্দিন গৃহস্থালির কাজ করতে হচ্ছে মশারি টাঙিয়ে। দিনে দিনে এলাকায় ছড়িয়ে পড়ছে আন্ত্রিক থেকে ডায়েরিয়ার মতো অসুখ। বাঁকুড়া ২ নম্বর ব্লক ও ছাতনা ব্লকের সীমানায় কাশিবেদিয়া এলাকায় রয়েছে একের পর এক বেসরকারি হ্যাচারি।

আরও পড়ুন, Bengal Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের রক্তচক্ষু! ২৫ জুনেই উথালপাথাল বঙ্গোপসাগর! অতি ভারী বৃষ্টি চলবে ক’দিন?

সেই হ্যাচারি থেকে প্রতিদিন হাজারে হাজারে মাছি ধেয়ে যাচ্ছে কাশিবেদিয়া, তেঘরি, বাঘজুড়ি, জগন্নাথপুর, দলদলি, পড়্যাশোল, বেলিয়া-সহ আশপাশের গ্রামে। মাছির তাণ্ডবে গ্রামগুলির মানুষ এতটাই অতিষ্ট যে মশারির ভিতরেই কাটছে তাঁদের জীবন। রান্নাবান্না করার সময় মাছি এসে পড়ছে খাবারে। খাবার খেতে গেলেও সেই একই অবস্থা। মাছির তাণ্ডবে দু-দন্ড শান্তিতে বসে থাকাও দায়।

মাছির উৎপাতে গ্রামগুলির পড়ুয়াদের পড়াশোনাও কার্যত লাটে উঠছে। মাছির তাণ্ডব ঠেকাতে বাড়ির দরজায় দরজায় টাঙিয়ে রাখা হয়েছে মশারি। দুপুরের খাবার থেকে জলখাবার সবকিছুই সারতে হচ্ছে মশারির ভেতরে। মাছির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে মাস খানেক আগে বাঁকুড়া, পুরুলিয়া ৬০ এ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সে সময় প্রশাসন ও হ্যাচারি মালিকেরা মাছি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু এক মাস কেটে গেলেও বাস্তবে কাজের কাজ কিছুই না হওয়ায় আজ ফের গ্রামের মানুষ হ্যাচারির দরজায় বিক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীদের দাবি, মাছির জন্য এলাকায় যেভাবে আন্ত্রিক ও ডায়েরিয়া ছড়িয়ে পড়ছে তাতে দ্রুত পদক্ষেপ না করলে এবার গ্রাম ছেড়ে মানুষকে আশ্রয় নিতে হবে অন্যত্র। হ্যাচারি কর্তৃপক্ষের দাবি, মাছি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হলেও গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ফের মাছির তান্ডব বেড়েছে।

আরও পড়ুন, Teesta TorsaTrain: করোনার সময় বন্ধ হয় ট্রেন! ৫ বছর পেরিয়েও চালু হয়নি, জেরে কমছে ব্যবসা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *