Govinda’s Viral Selfie: বিমানে পাশে বসা তরুণীর সঙ্গে ‘এ কী অসভ্যতা’! গোবিন্দার উপর রেগে লাল নেটপাড়া…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েকদিন ধরেই স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে রয়েছেন গোবিন্দা (Govinda)। এবার ফের তাঁকে নিয়ে আলোচনা। ৬১ বছর বয়সী অভিনেতা গোবিন্দার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে রেগে লাল নেটিজেনরা। ভিডিয়োটি একটি বিমানের ভিতরের, যেখানে গোবিন্দা একটি ছোট মেয়ের কাঁধে মাথা রেখেছেন, মেয়েটিও অস্বস্তি বোধ করছে, যা দেখে বিরক্ত নেটিজেনরা। 

আরও পড়ুন- Dev-Subhashree: ‘গত ৯ বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি…’, ধূমকেতুর প্রথম ঝলকে ঠোঁটে ঠোঁট দেব-শুভশ্রীর…

ভিডিয়োতে কী দেখা গেছে?
ভিডিয়োতে দেখা যায়, গোবিন্দা তাঁর নতুন লুকে বিমানে বসে আছেন এবং কেউ একজন ভিডিয়ো করছেন। ধীরে ধীরে তিনি পাশে বসা ছোট মেয়েটির আরও কাছে চলে আসেন এবং তাঁর কাঁধে মাথা রেখে দেন। মেয়েটি কিছুই বুঝতে পারে না এবং বরং তাঁর মুখে চোখে অস্বস্তির ছাপ। গোবিন্দা তখন তাকে দেখে হাসেন।

Govinda in a flight
byu/DyausPater inBollyBlindsNGossip

নেটিজেনদের প্রতিক্রিয়া
এই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই গোবিন্দার আচরণকে ‘অদ্ভুত’ ও ‘অশালীন’ বলেছেন। যদিও এটা স্পষ্ট নয় যে ভিডিয়োটি কোনো সিনেমা বা বিজ্ঞাপনের অংশ কি না, তবে দর্শকরা গোবিন্দার এই আচরণ পছন্দ করেননি। রেডিটের এক ব্যবহারকারী লিখেছেন, “ও কী করছেন? ও মেয়েটা কে?” আরেকজন বলেন, “ওর বউ ঠিকই বলেছে।” তৃতীয় জন লেখেন, “এটা তো অদ্ভুত নম্বর ১।” চতুর্থ জন বলেন, “আপনি তো সীমা ছাড়িয়ে গেছেন।”

আরও পড়ুন- Sunjay Kapur’s Last Video: CPR দিয়ে বাঁচানোর আপ্রাণ চেষ্টা! ক্রমশই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সঞ্জয়…ভাইরাল ভিডিয়ো

প্রসঙ্গত, গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যে সম্পর্কের টানাপোড়েনের খবর আগেই শোনা যাচ্ছিল। এমনও বলা হয়েছিল, সুনীতা নাকি ডিভোর্সের কাগজ তৈরি করিয়ে রেখেছিলেন। তবে পরে তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের কেউ আলাদা করতে পারবে না।” তবে সূত্রের খবর, তাঁরা আলাদাই থাকেন। এমনকী তাঁদের মধ্যে অশান্তির আভাসও রয়েছে। তবে প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি, দুজনের কেউই। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *