Kaligunje By Election: বিজয় মিছিলে প্রাণহানি! বোমার আঘাতে মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রীর…


অনুপ কুমার দাস: তৃণমূলের জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ ঘটনা নদিয়ার কালীগঞ্জে। বোমার আঘাতে ১০ বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে রাজ্য রাজনীতি উত্তাল। বামেদের অভিযোগ তাদের কর্মী সমর্থক এর পরিবারের মেয়ে,তৃণমূলের বিজয় মিছিল চলছিল এলাকায়, তখনই মিছিল থেকে ছোড়া বোমায় নিহত হয় ওই নাবালিকা। 

নির্বাচনের জয়ের উল্লাসের প্রথম বলি। গণনা চলাকালীন কালিগঞ্জ এর বিভিন্ন এলাকায় তৃনমূল বিজয় মিছিল শুরু করে। পলাশির  মোলান্দি গ্রামের এমন এক বিজয় মিছিল থেকে ছোড়া শকেট বোমায় প্রাণ হারায় দশ বছরের তামান্না খাতুন। চতুর্থ শ্রেণির ছাত্রী। সিপিআইএম সমর্থক পরিবারের মেয়ে।

আরও পড়ুন: Dhupguri Co operative Election 2025: কালীগঞ্জে সবুজ ঝড়েও লাল আবির উড়ল উত্তরে! ধূপগুড়িতে তৃণমূলকে হারিয়ে সমবায়ে সিপিএম...

বামেদের অভিযোগ তৃণমূলের উল্লাসের বলি এই বালিকা। 

তামান্না খাতুন  ওই ছাত্রী একা বাড়ি ফিরছিল। অভিযোগ, তৃণমূলের বিজয়োল্লাস থেকেই বোমা ছোড়া হচ্ছিল। তাতেই ওই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ইতোমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি এই ঘটনায় মর্মাহত। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আইনি পথে পদক্ষেপ করুক পুলিশ। অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে।’

সোমবার সকাল থেকেই এগিয়ে ছিল তৃণমূল। শেষ পর্যন্ত মোট ৪৯ হাজার ১৪৩ ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। এরপরই এলাকা জুড়ে শুরু হয়ে তৃণমূলের বিজয়োল্লাস। সবুজ আবীর মেখে জয় উদযাপন করছিলেন তৃণমূলকর্মীরা। তার মাঝেই উঠল বড় অভিযোগ।

আরও পড়ুন: New Political Party in Bengal before 2026 Assembly Election: ছাব্বিশে বাংলায় নতুন হিন্দুত্ববাদী দল! সল্টলেকে গোপন বৈঠকে তৈরি ব্লু-প্রিন্ট, উদ্যোগী বিজেপির-ই ‘লড়াকু’ নেতা…

 

এদিকে, তৃণমূলের দাবি, বিজয় মিছিলের পিছন থেকে আদতে বোমা ছুড়েছে বিজেপিই। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আমাদের সন্দেহ মিছিল করছিল তৃণমূল, কিন্তু পিছন থেকে বোমা ছুড়েছে বিজেপি। বিজেপির তো বোমার অভাব নেই।’ এই ঘটনায় শাসক দলের কড়া নিন্দা করেছে বিজেপি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘এ কেমন বিজয়োল্লাস যে এভাবে বোমা ছুড়তে হয়। বিজেপি জিতলে চকোলেট বোমা বা কালীপটকা ফাটানো হয়। তাই বলে বোমা!’ বিজেপি নেতা শংকর ঘোষ বলেন ‘রাজ্যে ফুলের মতো শিশুরাও নিরাপদ নয়। দুষ্কৃতীর হাত …মমতার সাথ।’

ট্যুইট করেছেন বিজেপির অমিত মালব্য-

বামেদের অভিযোগ তাদের কর্মী সমর্থক এর পরিবারের মেয়ে,তৃণমূলের বিজয় মিছিল চলছিল এলাকায় তখনই মিছিল থেকে ছোড়া বোমায় নিহত শিশুটির। 

কালীগঞ্জে বোমার আঘাতে কিশোরীর মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার ১জন। পুলিশ জানিয়েছে, ‘তৃণমূল মিছিল করে আসছিল। চকলেটে বোমা, দড়ি বোমা ছোড়া হচ্ছিল। কোনো স্পিনটার পাওয়া যায়নি।’ সূত্রের দাবি, বাড়ি দিকে বোমা ছোড়া হয়। বাকি তদন্ত চলছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *