Purulia Triple Murder: স্ত্রী-২ সন্তানকে নৃশংস খুন! ভয়ংকর সেই হত্যাকাণ্ডে বাবার মৃত্যুদণ্ড…


মনোরঞ্জন মিশ্র: স্ত্রী ও দুই সন্তানকে কুড়ুল দিয়ে খুন! সেই খুনের অপরাধে বাবাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন বিচারক৷ মঙ্গলবার পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রিয়জিৎ চ্যাটার্জি অভিযুক্ত গৌতম মাহাতোকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন।

সরকারি আইনজীবী মহম্মদ জাকির আনসারি জানান, ২০২২ সালের ২৭ মার্চ কাশীপুর থানার অন্তর্গত রাঙাডি গ্রামের বাসিন্দা গৌতম তাঁর স্ত্রী মমতা মাহাতো ও তাঁর দুই সন্তানকে কুড়ুল দিয়ে হত্যা করে। ভয়ংকর সেই হত্যাকাণ্ডে শিউরে ওঠে সবাই। ঘটনার পর তাঁর শ্বশুর পুরুলিয়া মফস্বল থানার চাকড়া গ্রামের বাসিন্দা নেপালচন্দ্র মাহাতোর অভিযোগের ভিত্তিতে হত্যা মামলায় গৌতমকে গ্রেফতার করে পুলিস।

জেল হেফাজতে থাকাকালীনই শুরু হয় বিচার পর্ব। মঙ্গলবার তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন বিচারক। ২০২২ সালে এই ঘটনায় পুরুলিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এতদিন নিহতেরা বিচার পেল, বলছেন পরিবার থেকে পাড়া প্রতিবেশীরা।

আরও পড়ুন, Malda Shocking Incident: পাটজমিতে উদ্ধার কঙ্কাল, পাশেই পড়ে মহিলার ‘রহস্য’ চুড়ি! দেহটি কার? পুলিস জানাল…

আরও পড়ুন, Wife Killed Husband: স্ত্রী-শাশুড়ির একই প্রেমিক! ২০০০-এর বেশি ফোন! বিয়ের একমাসেই নববধূর হাতে স্বামীর হাড়হিম পরিণতি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *