Ritabhari Chakraborty: চেহারা নিয়ে আবীরের স্ত্রীকে নোংরা মন্তব্য! নন্দিনীর পাশে দাঁড়িয়ে ঋতাভরীর সপাট জবাব…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনয় থেকে স্টাইল বা লুক, টলিউডের অন্যতম হার্টথ্রব আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।  একের পর এক জনপ্রিয় সিনেমায় মন জিতেছেন তিনি। ব্যক্তিগত জীবনে ভালোবেসে বিয়ে করেছেন নন্দিনী চট্টোপাধ্যায় (Nandini Chatterjee)। নন্দিনী উচ্চশিক্ষিত ও এমএনসিতে উচ্চপদে কর্মরত। তা সত্ত্বেও বারবার তাঁর বাহ্যিক রূপ নিয়ে চর্চা শুরু করে নেটিজেনরা। তারই প্রতিবাদ করেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।

আরও পড়ুন- Sunjay Kapur: ‘সঞ্জয়কে সবাই ভুল বুঝেছে, করিশ্মার সঙ্গে ডিভোর্সের পর ও…’, আকুল কান্না স্ত্রী প্রিয়ার

সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে হাজির ছিলেন আবির ও নন্দিনী। সেই ভিডিওই প্রকাশ পেয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। এরকমই এক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও ভাইরাল হওয়ার পরেই শুরু হয় নন্দিনীকে ঘিরে চর্চা। সামাজিক মাধ্যমে একের পর এক মন্তব্যে নন্দিনীর রূপ নিয়ে শুরু হয় কাটাছেঁড়া।  বিষয়গুলো দেখে আর চুপ থাকেননি ঋতাভরী চক্রবর্তী। ওই ভিডিওরই কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘আমরা কেন যে ‘ফাটাফাটি’ ছবিটা বানিয়েছিলাম, এই কমেন্ট সেকশনই তা বলে দিচ্ছে।’

পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের (Aritra Mukherjee) ফাটাফাটি ছবিতে অভিনয় করেছিলেন ঋতাভরী। বিপরীতে ছিলেন আবীর। শরীর নিয়ে নানা সমালোচনা ও কটাক্ষের বিরুদ্ধেই আওয়াজ তুলেছিল এই ছবি। ঋতাভরীকে একজন মনে করিয়ে দেন, কমেন্ট সেকশনে পুরুষদের থেকে বেশি মহিলারাই আবিরের স্ত্রীর শরীর নিয়ে নোংরা মন্তব্য করছেন। অভিনেত্রী আবারও লেখেন, ‘মেয়েরা লিখলেও ভুল। কারও অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে কাউকে বিচার করা উচিৎ নয়। যেই শরীর নিয়ে কাউকে বাঁচতে হচ্ছে না, তার সেই শরীর নিয়ে মতামত কেন ভাই। এই সমাজ একসময় সতীর নামে পুড়িয়েছে। পড়াশোনা করতে দেয়নি। কিন্তু সময় লাগলেও সম্বিত ফিরেছে। আশা করি, এ ক্ষেত্রেও মানুষের চৈতন্য হবে।’

আরও পড়ুন- Actor Arrest in Drug Case: থানায় তুলে এনে রক্তপরীক্ষা পুলিসের! মাদক মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেতা…

২০০৭ সালে আবির বিয়ে করেন নন্দিনী চ্যাটার্জিকে। তাদের একটি মেয়ে রয়েছে তার নাম ময়ূরাক্ষী চ্যাটার্জি। আবীরের স্ত্রী নন্দিনী সেভাবে টালিউডের কোনও পার্টিতে যান না। মাঝে মাঝে অবশ্য তাকে আবীরের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির ঘরোয়া পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায়। সাদামাটা সাজ, একগাল হাসি, এভাবেই দেখা যায় নন্দিনীকে বরাবর। টালিউডে যখন ক্রমেই সম্পর্কগুলির মধ্যে দুরত্ব বাড়ছে, তখন ১৬ বছর ধরে আবীর-নন্দিনী চুটিয়ে সংসার করছেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *