পরীক্ষায় টুকলিতে বাধা! কলেজ অধ্যক্ষকে হুমকি, তৃণমূল ছাত্রনেতার দাদাগিরিতে তুলকালাম…| professor stop cheating in exam tmc student leader threatened College principal


রণজয় সিংহ: কলেজে সেমিস্টারের পরীক্ষা চলাকালীন টুকলি করছিল এক ছাত্র। ওই ঘরের গার্ডের দায়িত্বে থাকা অধ্যাপক তা দেখতে পেয়ে ছাত্রের খাতা কেড়ে নেন। দশ মিনিট খাতা আটকে রাখেন। সেটাই না কি অপরাধ ওই অধ্যাপকের। এই ঘটনার জন্য সদলবলে কলেজে গিয়ে অধ্যক্ষকে চোটপাট এবং হুমকি তৃণমূলের ছাত্র নেতার। অধ্যক্ষকে এলাকায় থাকতে হবে। এই কথা স্মরণ করিয়ে হুমকি। ফের বিতর্কে একাধিক অভিযোগে বিদ্ধ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। 

চটুল নাচের আসর বসানো থেকে শুরু করে শ্মশানের মাটি বিক্রি। যাকে নিয়ে এর আগেও বহু অভিযোগ উঠেছে। কিন্তু পদক্ষেপ নেয়নি দল। কলেজে কলেজে ছাত্র নেতার নামে গুন্ডা পুষছে তৃণমূল, অভিযোগ বিজেপির। ঘটনার কথা এক বাক্যে স্বীকার করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর। সাফাই জেলা তৃণমূল নেতৃত্বের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

আরও পড়ুন:Air India Flight: মাঝ আকাশে ফের এয়ার ইন্ডিয়ায় ভয়ংকর বিপত্তি! অসুস্থ একের পর এক যাত্রী, বিমান নামতেই তড়িঘড়ি…

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা। মন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূলের এই ছাত্র নেতার বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলছে। হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে শুক্রবার পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে বেঞ্চের লেখা থেকে টুকলি করতে দেখেন অধ্যাপক। তিনি গিয়ে ওই ছাত্রের খাতা কেড়ে নেন। দশ মিনিট খাতা আটকে রাখেন। কেন ওই ছাত্রের খাতা আটকে রাখা হল। তার কৈফিয়ত নিতে সোমবার বিকেলে বিমান ঝা সাত আট জনকে সঙ্গে নিয়ে কলেজে আসে। কলেজের অধ্যক্ষ ডঃ সুমিত নন্দীর ঘরে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। অধ্যক্ষ বারবার বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই বোঝেনি ওই ছাত্র নেতা। রীতিমতো দুর্ব্যবহার করে হুমকি দিয়ে কলেজ থেকে বেরিয়ে যান। এই ঘটনায় অধ্যক্ষ সহ কলেজের অন্যান্য কর্মীরা আতঙ্কে রয়েছে। 

অধ্যক্ষের বক্তব্য তার বাড়ি অনেক দূরে। এই এলাকায় তিনি একাই থাকেন। স্বাভাবিকভাবে যে ধরনের কথা বলে গিয়েছে, তা নিয়ে তিনি আতঙ্কিত। প্রশ্ন হচ্ছে একজন ছাত্রনেতা কীভাবে এই ধরনের আচরণ করতে পারে? ছাত্রদের প্রতিনিধি হিসেবে তৃণমূল যাকে পদে বসিয়ে রেখেছে। সে যদি এই ধরনের ব্যবহার করে। তবে কি বার্তা যাবে ছাত্র সমাজের কাছে। যদিও এই বিমান ঝা কে নিয়ে বিতর্ক প্রথম নয়। এর আগে তার বিরুদ্ধে শ্মশানের মাটি বিক্রির অভিযোগ উঠেছে। চটুল নাচের আসর জুয়ার ঠেক বসানোর অভিযোগ উঠেছে। বহু জায়গায় গুন্ডামি মস্তানিতে নাম উঠে এসেছে তার। 

আরও পড়ুন:Iran Israel War: যুদ্ধবিরতিতে রাজি ইরান-ইসরায়েল? বড়সড় দাবি ডোনাল্ড ট্রাম্পের…

এছাড়াও কর্তব্যরত পুলিসকে হেনস্থা এবং মারধরের অভিযোগে হয়ে ছিল গ্রেফতার। এতটাই গুণধর তৃণমূলের এই ছাত্রনেতা। যদিও তার পরেও তাকে পদে বহাল রেখেছে তৃণমূল। মন্ত্রী তাজমুল হোসেনের এলাকার এই ছাত্র নেতার আচরণ সম্বন্ধে তবে কি অবগত নন তিনি। রীতিমতো বিভিন্ন কর্মসূচিতে মন্ত্রীর আশে-পাশেই দেখা যায় এই বিমানকে। এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানান ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। কলেজে গিয়ে খতিয়ে দেখে পদক্ষেপ নেবেন। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতিকে খতিয়ে দেখতে বলা হবে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। বিজেপির অভিযোগ ছাত্র রাজনীতির নামে গুন্ডা তৈরি করছে তৃণমূল। শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই ধরনের ছাত্র নেতারা ছাত্র সমাজের লজ্জা। তৃণমূলের সৎ সাহস থাকলে তাকে বহিষ্কার করুক। যদিও অভিযুক্ত ছাত্রনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *