পার্থ চৌধুরী: হঠাৎ করেই লক্ষ্মীলাভ অম্বুবাচীতে। ৩০ টাকার টিকিটে কোটিপতি! সেহারা বাজারে লটারি জিতে রাতারাতি ভাগ্য বদল এক ব্যক্তির। চারিদিকে যখন লটারি কাটতে গিয়ে বহু মানুষ সর্বস্বান্ত, তখন উল্টো চিত্র দেখা গেল সেহারা বাজারে রেলগেটে এলাকায়।
মাত্র ৩০ টাকার একটি টিকিট কিনে কোটিপতি হয়ে গেলেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে ‘রাজ এন্টারপ্রাইজের’ বিক্রি করা একটি লটারির টিকিটে উঠে আসে এক কোটি টাকা পুরস্কার। জানা গিয়েছে, সেহারা বাজারের রাজ এন্টারপ্রাইজ থেকে টিকিটটি নিয়ে যাওয়া হয় বাঁকুড়া মোড়ে। সেখানে রাজ এন্টারপ্রাইজেরই আরেক সেলার ‘ডালিম লটারি’ ওই টিকিটটি বিক্রি করেন। ভাগ্য ফেরানো এই টিকিটটি সেখান থেকেই বিক্রি হয়।
এটিই রাজ এন্টারপ্রাইজের তরফ থেকে এই বছর নয় নম্বর প্রথম পুরস্কারপ্রাপ্ত টিকিট। বুড়ার গ্রামের এক বাসিন্দা এই টিকিট কাটেন। তিনি ত্রিশ টাকারই টিকিট কেটেছিলেন। বিজেতা ভাগ্যবানের নাম উদয় দাস। তিনি টোটো চালক। এই অভাবিত পুরস্কার পেয়ে খুশি তিনি। অভাবের সংসারে টোটো চালিয়ে দিন গুজরান করতেন উদয়। এই টাকা পেয়ে তিনি স্বভাবতই উচ্ছ্বসিত। অভাবী জীবনে অনেক কিছুর স্বপ্ন দেখাচ্ছে এখন এই টাকা।
বিক্রেতা জানান, ‘লটারি জোর করে কাউকে কাটতে বলা হয় না। সরকার অনুমোদিতভাবে ২৮ শতাংশ জিএসটি-সহ সমস্ত সরকারি নিয়ম মেনেই এই ব্যবসা চলে। কার ভাগ্যে কী আছে, তা কেউই আগে থেকে বলতে পারে না।’
একদিকে যেখানে লটারি অনেকের জীবনে দুঃস্বপ্ন হয়ে উঠছে, অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে নতুন করে আশার আলো দেখছেন অনেকেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল