জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাংঘাতিক ঘটনা! মুখে নল লাগিয়ে শুয়ে আছে হিরো আলম। সকাল থেকে এরকম ছবি ঘিরে তুলকালাম নেট মহলে। সকলের জনপ্রিয় হিরো আলম হাসপাতালের বিছানায়। কিন্তু কেন? যে সকলকে হাসিয়ে চলেন প্রতি মুহুর্তে, তাঁর এই দৃশ্য দেখে সকলেই হতবাক। নেট দুনিয়ায় আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম সঈদ ওরফে হিরো আলম রিয়া মনিকে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
আত্মহত্যার চেষ্টা?
জানা যায়, বগুড়ার ধুনট উপজেলায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ঘুমের ওষুধ সেবন করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে অচেতন অবস্থায় শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু। তবে চিকিৎসক বলেছেন হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার বর্ণনা:
স্থানীয় সূত্রে জানা যায়, হিরো আলম বগুড়া থেকে বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়ি বেড়াতে আসেন। রাতে দুই বন্ধুর মধ্যে রিয়া মনিকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। তারপর দুই বন্ধু আলাদা বিছানায় ঘুমোতে যান। শুক্রবার সকাল ১১টায় হিরো আলমকে ঘুম থেকে ডেকে তুলতে পারেননি তাঁর বন্ধু। তবে এ সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন। তখন তার বন্ধু জাহিদ হাসান সাগর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
অবসাদের কারণ:
এ বিষয়ে জাহিদ হাসান সাগর বলেন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে বেড়াতে এসে রিয়া মনিকে নিয়ে অনেক হতাশার কথা বলেন। হিরো আলম জানান, যেখানে যান সেখানে লোকজন তাকে বিরক্ত করেন। নানান প্রশ্ন করেন সকলে। একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছেন। আমার ধারণা রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। আমি তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।
হিরো আলমের স্ত্রী রিয়া মনি:
কিছুদিন আগেই তার স্ত্রী রিয়া মনিকে আপত্তিকর অবস্থায় প্রেমিকের সঙ্গে দেখে ফেলেন হিরো আলম। পাড়া-প্রতিবেশী রিয়া মনি ও তার প্রেমিককে গণধোলাই দেয় এবং পুলিশের কাছে তুলে দেন। তারপর থেকেই ভেঙে পড়েছেন হিরো আলম। জন্যই হয়তো আত্মহত্যা বলে মনে করছেন অনেকে।
ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, ঘুমের ওষুধ সেবন করে হিরো আলম অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা করিয়ে দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিন্তু তার লোকজন এখান থেকে তাকে নিয়ে যেতে চাইছেন না। তবে হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন বলে তিনি জানান।
হাসপাতালের পথে রিয়া মনি:
হিরো আলমের আত্মহত্যা চেষ্টার খবর রিয়ামনি জানতে পেরে তিনি বগুড়ার দিকে রওনা দিয়েছেন। বিষয়টি জাগো নিউজকে রিয়ামনি নিজেই জানিয়েছেন। তিনি বলেন, সকালে এ ঘটনা শোনার পরে আমি রাওনা দিয়েছি বগুড়ায় উদ্দেশ্য। এখনো এ ঘটনার বিস্তারিত আমি জানি না। তবে শুনেছি রাতে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাসায় ছিল। অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ পরে সেইখানে পৌঁছাব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)