Kolkata Law College case: কসবা কাণ্ডে জঙ্গি আন্দোলনের পথে বামেরা, ছেঁড়া হল অভিষেকের ছবি! পালটা আক্রমণে তৃণমূল…


রণয় তিওয়ারি:  সন্ধে সাড়ে ৭ টা থেকে রাত ১১টা বাজতে ১০ মিনিট৷ টানা অত্যাচার৷ তা-ও কলেজে ক্যাম্পাসেরই ভিতরে৷ সাউথ ক্যালকাটা ল কলেজের এক প্রাক্তন ছাত্র ও দুই বর্তমান ছাত্রের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসের গার্ডরুমে জোর করে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ এনেছেন ওই কলেজেরই এক ছাত্রী৷ অভিযুক্ত তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ গোটা ঘটনায় এবার সাউথ ক্যালকাটা ল’কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত রিপোর্ট চাইল কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা সহ সারা রাজ্য ইতোমধ্যেই উত্তাল এই ঘটনা নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের শাখা সংগঠন তুমুল বিক্ষোভ দেখাচ্ছে কসবা কাণ্ড নিয়ে। এই নিয়ে লাঠিচার্জ করেছে পুলিস। প্রিজন ভ্যান থেকে পুলিশের দিকে জুতো ছুঁড়ছেন আন্দোলনকারীরা। পুলিশের লাঠি কেড়ে পুলিশকে মার মহিলা আন্দোলনকারীদের। প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা। 

আরও পড়ুন:  Burdwan Incident: ভিনধর্মের বিয়ে! প্রীতমের প্রেমে পাগল সুলতানা, বিয়ের ৮ মাসেই ঝুলছে লাশ হয়ে…তোলপাড়

রাস্তাতেই আন্দোলনের মাঝে হঠাৎ কলেজের গেট টপকে ভিতরে ঢুকে যায় এস এফ আই কর্মীরা। তাদের মধ্যে একজন কলেজের মধ্যে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে। পরে পুলিশ সেই পোস্টার তুলে নিয়ে যায়।

কসবার ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন- ‘কসবার ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করছি। এসব জানোয়ারকে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। পুলিশ এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। সিপিএম জমানায় এসব বহু হয়েছে, বা বিজেপির রাজ্যে এসব হয় বলে আমরা কোনো অন্যায় বরদাস্ত করতে রাজি নই। বিরোধীদের এসব নিয়ে বলার নৈতিক অধিকার নেই। ওরা এসব পাপে ডুবে। কিন্তু আমাদের চূড়ান্ত সতর্কতা দরকার। এইসব ছেলে কখন কোন সময় কিছুকালের জন্য দলের কাছাকাছি এসে তারপর নিজেদের মত চলবে, সমাজটাকে কলঙ্কিত করবে, এতে সকলের সতর্কতা দরকার। তৃণমূল কংগ্রেস এইসব বাঁদরামি বরদাস্ত করবে না। এইসব ছেলে স্থানীয়ভাবে বা তার কাজের বৃত্তে যে নেতা বা সংগঠকের সঙ্গে কাজ করেছে, তাদেরও সতর্ক থাকা দরকার। শুধু ভিড় বাড়ানোর জন্য রাজনীতি করলে ক্ষমতাসীন দলকে বিড়ম্বনায় পড়তে হয়, এটা সিপিএমের অতীত থেকে শিক্ষা নেওয়াই ভালো।  যে মেয়েটির সঙ্গে এসব হয়েছে, তার ও তার পরিবারের কাছে এক নাগরিক হিসেবে দুঃখপ্রকাশ করছি। তবে বিরোধীরা এনিয়ে রাজনীতি করতে এলে সমুচিত জবাব পাবে। একটি বিচ্ছিন্ন খারাপ ঘটনা দিয়ে কেউ দয়া করে সামগ্রিকতার মূল্যায়ন করবেন না।’

আরও পড়ুন: Kartik Maharaj: কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্বামীজির কাণ্ডে…

তিনি আরও বলেন- ”বৃজ ভূষণের ঘটনায়, তাহলে অমিত শাহ, জিপি নাড্ডার বিরুদ্ধে আঙ্গুল তুলতে হয়। উই ওয়ান্ট জাস্টিস বলতে হয়েনি। পুলিশ অ্যাকশন নিয়েছে। যে সিপিএম জমানায়, গণধর্ষণ, গণহত্যা, করা হয়েছে- আনন্দমার্গী, তাপসী মালিককে, তারপর সিপিএম এর উত্তরসূরীরা বড়ো বড়ো কথা বলবেন। সিপিএম, বিজেপি এবং কংগ্রেস যারা পাকে ডুবে আছে, তাঁরা রাজনীতি করবে, তাঁর জবাব দিক। কার্তিক মহারাজ কি বলবেন! ভিডিয়োতে দেখাচ্ছে। আমরা ডিফেন্ট করছি না। আমরা বলছি জানোয়ার, পেটানো উচিত। কারও উপর যৌন নিগ্রহ যদি করা হয়, তাহলে যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নিক। উড়িষ্যায় গত ৫দিনে ধর্ষণ রেপ হয়েছে। সেই সিপিএম যখন ক্ষমতায় ছিল, অনিতা দেওয়ান, তাপসী মালিক। সেই সিপিএম এখন জ্ঞান দেবে, জিভ বার করে ফেসবুকে পোস্ট দেব। পুলিস অভিযুক্তদের কোর্টে পাঠিয়েছে। আমরা নিশ্চিত ৪০-৫০ দিন, তার আগেই চার্জশিট দিয়ে দেবে।”

SFI আজ কলেজস্ট্রীটে মুখ্যমন্ত্রীর ছবি পুড়িয়েছে বিক্ষোভ দেখাতে গিয়ে…

 

ছবি পোড়ানো নিয়ে কুণাল ঘোষ বলেছেন-

‘এইটা বরদাস্ত করা হবে না।
কেনো আপনারা প্লেস অব অক্সারেনসে ঢুকবে..!

তাহলে বানতলার জন্য আবার জ্যোতি বসুর ছবি পোড়ানো হোক। সিঙ্গুর, নন্দী গ্রামের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি পোড়ানো হোক। এই SFI ছেলেরা কোথায় থাকে, সুশান্ত ঘোষের ভিডিয়োটা ভাইরাল হবে। ‘

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *