জমি জটে আটকে রাজ্যের একাধিক রেল প্রকল্প, তৃণমূল সাংসদকে পাশে বসিয়েই বলে দিলেন রেলমন্ত্রী| Number of rail projects West Bengal are stalled for land dispute alleges Rail minister Ashwini Vaishnaw


দেবব্রত ঘোষ: জমি জটের কারণে আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল প্রকল্প। তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্য়ায়কে পাশে বসিয়েই বলে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব। এনিয়ে পাল্টা দিলেন তৃণমূল সাংসদ। শনিবার সাঁতরাগাছি স্টেশন থেকে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করেন রেলমন্ত্রী। সেখানেই তিনি ওই কথা বলেন।

অশ্বিনী বৈষ্ণব যখন রাজ্য সরকারের বিরুদ্ধে জমি জটের অভিযোগ তুলছিলেন সেইসময় মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই তিনি অস্বস্তিতে পড়ে যান। এনিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। তিনি বিষয়টি ভালো বোঝেন। রেলমন্ত্রী যে অভিযোগ করছেন তা সর্বৈব মিথ্যে। সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে একটি আন্ডারপাসের জন্য রেলমন্ত্রীর কাছে দরবার করার পরও আশ্বাস ছাড়া আর কিছু পাওয়া যায়নি। এমনকি আজ এই প্রকল্পের জন্য কাগজপত্র দিতে গেলেও তা নেওয়া হয়নি।

সাঁতরাগাছি স্টেশনকে আধুনিক করা হয়েছে।  শনিবার এখান থেকে একগুচ্ছ প্রকল্পের আজ উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু স্টেশনের বাইরের অবস্থা বেহাল। স্থানীয়রা এবং যাত্রীরা জানাচ্ছেন দীর্ঘদিনের সমস্যা। অল্প বৃষ্টিতে জমে যায় জল। স্টেশনে যাবার রাস্তা জলমগ্ন হয়ে থাকে। যাত্রীরাও জানালেন রাস্তা এবং আন্ডারপাস জলমগ্ন হয়ে থাকে। খুবই দুর্ভোগে পড়তে হয়। অনুষ্ঠান উপলক্ষে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন। তাদের গাড়ি পার্কিং করতে হয়েছে জমা জল পেরিয়ে। অন্য জেলা থেকে এসেছেন বিজেপি কর্মীরা। তারাও জানালেন দুর্ভোগের কথা।

আরও পড়ুন-ছেলের ‘কীর্তি’ শুনে বিস্ফোরক মনোজিতের মা…

আরও পড়ুন-ম্যাংগো-র নামে আগেও পুলিসের নোটিস এসেছে! ছেলের ‘গুণপনা’ ফাঁস মনোজিতের বাবার

এই সমস্যার কথা নিয়ে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ বলেন, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। হাওড়া পুরসভার সঙ্গেও সহযোগিতা করা হচ্ছে। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, দক্ষিণ পূর্ব রেল ও পুরসভা যৌথ ভাবে এলাকা পরিদর্শন করেছে। তবে উন্নয়নের কাজ করতে গিয়ে একটি জল নিকাশীর নালা বুজিয়ে দিয়েছে রেল। সেখানে পুনরায় চ্যানেল করে দেবার জন্য বলা হয়েছে রেল কর্তৃপক্ষকে। সেই কাজ কবে হয় এবং জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পান যাত্রীরা, সেটাই দেখার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *