Kasba Law College Incident: ইউনিয়ন নেত্রী করার টোপ! সম্পর্কে যেতে রাজি না হতেই মনোজিত্‍-সহ…কসবাকাণ্ডে BIG UPDATE


অয়ন ঘোষাল: আইন কলেজের ইউনিয়নে নেত্রী করে দেওয়ার টোপ দিয়ে তরুণীকে ডাকা হয়। ২৫ জুন বেলা ১২ টা ৫ নাগাদ তরুণী ক্যাম্পাসে আসে। তাকে মনোজিৎ বলে, ‘তোমাকে ভালোবাসি। বিয়ে করতে চাই। প্রথম দিন তোমাকে দেখেই আমার ভালো লেগে গিয়েছে।’

নির্যাতিতা জানায়, তার একজনের সঙ্গে সম্পর্ক আছে। মনোজিৎ পাল্টা জানায়, তারও গার্লফ্রেন্ড আছে। সেই গার্লফ্রেন্ডকে সে ত্যাগ করতে রাজি। তরুণীও যেন তার বয়ফ্রেন্ডকে ত্যাগ করে। রাজি হয়নি তরুণী। তাই ক্রমশ আক্রোশে ফেটে পড়ে মনজিৎ। তরুণীর প্যানিক অ্যাটাক হয়। সে হাসপাতালে যেতে চায়। আপত্তি জানায় মনজিৎ।

আরও পড়ুন:Kasba Law College Incident: ইউনিয়ন রুমে ৭ জন! গার্ডের ভূমিকা কী? GS কেন বেরিয়ে যান? ছক কষেই গণধ*র্ষ*ণ কসবা কলেজে?

২৫ জুন সন্ধের সময় কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজের ভিতর ইউনিয়ন রুমের বাইরে প্রাথমিকভাবে নির্যাতন করা হয় ছাত্রীকে। পরে কলেজের গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সূত্রের খবর, অভিযুক্ত গার্ডকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে রুম থেকে বের করে দেয়। তারপর সেই রুমের মধ্যে ধর্ষণ করা হয়। বাকি দুজন সাহায‍্য করে, বাইরে পাহারা দিয়ে দাঁড়িয়ে ছিল। মেয়েটি যাতে বেরোতে না পারে তার জন্য মূল গেট কলেজের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। 

বর্বরদের পায়ে ধরে কাকুতি মিনতি করলেও তার কথায় কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ। ধর্ষণের পর নির্যাতিতাকে হকি স্টিক দিয়ে মারা হয় বলে অভিযোগ। এবং এবং তাকে হুমকি দেওয়া হয় যে ঘটনার পর কাউকে বললে তার বাবা-মাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবে। এবং তার প্রেমিককে খুন করিয়ে দেবে। শুধু ধর্ষণেরই মূহুর্তে ভিডিয়ো তুলে রাখে মূল অভিযুক্ত। কারোর কাছে মুখ খুললে খুন করে দেওয়া হবে এবং ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন:Shefali Jariwal Death: মাত্র ৪২-এই থামল জীবন! আচমকাই প্রয়াত ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *