Kasba Law College Incident: ইউনিয়ন রুমে ৭ জন! গার্ডের ভূমিকা কী? GS কেন বেরিয়ে যান? ছক কষেই গণধ*র্ষ*ণ কসবা কলেজে?


পিয়ালি মিত্র: আইন কলেজে গণধর্ষণের অভিযোগ। কসবাকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য়। ঘটনার আগে ইউনিয়ন রুমে অন্তত সাতজন ছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাদের চিহ্নিত করে বয়ান রেকর্ড শুরু করেছে পুলিস।  

শনিবার আদালতে গোপন জবানবন্দি রেকর্ড করা হতে পারে ছাত্রীর। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে গার্ডকে। কার কথাতে মূল গেট বন্ধ করে দেওয়া হয়? গার্ড রুমে ভিতর থেকে তাকে বের করে দিয়ে জোর করে ছাত্রীকে গার্ড রুমের ভিতরে ঢুকে নিয়ে গিয়েছিল মনজিতের দুই শাগরেদ। গার্ড কেন কাউকে কিছু জানাল না ? তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:Shefali Jariwal Death: মাত্র ৪২-এই থামল জীবন! আচমকাই প্রয়াত ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি…

ঘটনার আগে বর্তমান জিএস কিছুক্ষণের মধ‍্যে ফিরে আসবে বলে কেন বেরিয়ে যান।জি এস কেন বেরিয়ে গিয়েছিলেন? তাঁকে কী বেরিয়ে যেতে বলা হয়েছিল? জানার চেষ্টা পুলিসের। ঘটনায় একাধিক প্রশ্ন উঠে আসছে। পাশাপাশি তদন্ত উঠে আসছে মনজিৎকে সাহায্যকারী দুই পড়ুয়ার বর্বরচিত ভূমিকা।

গার্ড রুমে যখন ছাত্রীর উপর যৌন নির্যাতন চালাচ্ছে মনজিৎ, তখন সেই রুমে  উপস্থিত ছিল দুজনই, সেখানে দাঁড়িয়ে সেই অত‍্যাচার দেখতে থাকে প্রমিত ও জায়েব। তার আগে ওই দুজনে জোর করে টানতে টানতে ছাত্রীকে গার্ড রুমে নিয়ে যায়। গার্ড রুমে ধর্ষণের আগে ইউনিয়ন রুমের ভিতরে যখন যৌন নির্যাতনের চেষ্টা চালানো হয়, সেই সময় দরজা বাইরে থেকে আটকে পাহাড়াতে ছিল দুই শাগরেদ। 

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: কর্কটের আর্থিক লাভ, ধৈর্যকে সঙ্গী করুন ধনু…

গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত বলেই মনে করছে পুলিস। সে কারণে বাকিদের চলে গেলেও ওই ছাত্রীকে কাজে অজুহাত দিয়ে আটকে দেওয়া হয়। বর্তমান জিএস কেও কাজের অজুহাতে পাঠিয়ে দেওয়াও কি পরিকল্পনা অঙ্গ? জানার চেষ্টা পুলিসের।

অন্যদিকে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষায় যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। গলায় নখে আঁচড়ও। সূত্রের খবর তেমনই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *