১৬ বছরের প্রেম ভাঙলেন তরুণী! ‘অন্য কারও সঙ্গে বেঁধো ঘর…’, বলেই জীবনে দাঁড়ি প্রেমিকের…| After breaking off their 16year relationship girlfriend marries someone else boyfriend took extreme step


মনোজ মণ্ডল: ১৬ বছরের প্রেমের সম্পর্ক ভেঙে প্রেমিকা অন্যত্র বিয়ে করছে! মানতে না পেরে আত্মঘাতী যুবক, যুবকের মৃতদেহ নিয়ে প্রেমিকার বাড়ি পরিবার ও প্রতিবেশীরা।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট। সেখানে প্রেমিকার সঙ্গে ছবি দিয়ে লেখা ‘২০০৯ থেকে ২০২৫ এ রিলেশন শেষ করে দিলে’ সঙ্গে পাশে লেখা ন’মাস আগের তোলা ছবি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে আত্মঘাতী হলেন যুবক। যুবকের নিথর দেহ নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে ক্ষোভ পরিবার ও প্রতিবেশীদের। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ানো, বাগদা থানার ভবানীপুর এলাকায়।

আরও পড়ুন:Uttarakhand Cloud Burst: বন্ধ হয়ে গেল চারধাম যাত্রা! ভয়ংকর মেঘভাঙা বৃষ্টিতে মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ…

জানা গিয়েছে ওই যুবকের নাম চিরঞ্জিত্‍ বৈরাগী(৩০) বাড়ি বাগদা থানার মনোহরপুর। পাশের গ্রাম ভবানীপুরের মেয়ে সরস্বতী দাসের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছিল। পরিবারের লোকেরা জানিয়েছে সরস্বতী ওয়েস্ট বেঙ্গল পুলিসের কর্মরত। চিরঞ্জিত্‍ ভিন রাজ্যের সেন্টারিং এর কাজ করত। সবই ঠিক চলছিল কিন্তু হঠাৎই সম্পর্ক বিচ্ছেদ করে অন্য জায়গায় বিয়ে ঠিক হয় প্রেমিকার।

আর এই খবর পাওয়ার পর সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। এরপরই ক্ষোভে ফেটে পড়ে যুবকের পরিবার ও প্রতিবেশীরা। মৃতদেহ নিয়ে হাজির হয় তার প্রেমিকার বাড়িতে। মেয়ের বাড়ির লোকেরা জানিয়েছে তারা ভাঙচুরও চালায়। এরপর ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিস। পরিস্থিতি সামাল দিয়ে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

আরও পড়ুন:Puri Jagannath Rath Yatra Tragedy: পুরীতে ভয়ংকর দুর্ঘটনা‌! জগন্নাথের মাসির বাড়ির কাছে পদপিষ্ট হয়ে মৃত ৩…

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *