Kasba Law College Incident: ‘রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে….’, কসবাকাণ্ড নিয়ে বিস্ফোরক কল্যাণ


বিধান সরকার: কসবা ‘ল কলেজ ছাত্রীর ধর্ষণকাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এনিয়ে দলের তরফে কল্যাণের মন্তব্যকে ব্যক্তিগত বলে দেওয়া হয়। তার পরও দোষীদের শাস্তির দাবি করেছিলেন কল্য়াণ। পাশাপাশি আজ শ্রীরামপুরে তিনি ফের স্পষ্ট করে বলেন, রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে তার প্রতিবাদ আমি করবই।

রবিবার শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রথের দিন আমি জগন্নাথের পুজো করে বেরোচ্ছি তখন সাংবাদিকরা ঘিরে ধরে আমাকে প্রশ্ন করেছিল। তখন আমি ঘটনার বিষয় কিছু জানতাম না। যখন প্রশ্ন উঠতে শুরু করে তখন আমি উত্তর দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি ঘটনা আরো মারত্মক। কোনও রাজনৈতিক সহকর্মী তার সহকর্মীনির নিরাপত্তা,আস্থা অটুট রাখার ব্যবস্থা করবে। তার বদলে যদি কোনও রাজনৈতিক সহকর্মী তার মহিলা সহকর্মীকে ধর্ষণ করে, কোনওরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে এটা মেনে নেওয়া যায় না। আমাকে যে যাই বলুক ,আমি কোন ভাবেই মন থেকে মেনে নিতে পারছি না।

আরও পড়ুন-ছেলের ‘কীর্তি’ শুনে বিস্ফোরক মনোজিতের মা…

আরও পড়ুন-বাড়ির লোকজন পুজো দেখতে গিয়েছিল, দরজা ভেঙে ঢুকে তরুণী গৃহবধূকে ধ*র্ষ*ণ, ধৃত স্থানীয় নেতা

তৃণমূল সাংসদ বলেন, রাজনৈতিক দলে যারা পুরুষরা রয়েছে তারাই মহিলাদের নিরাপত্তা দেবে, তার বদলে রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কীহবে! এর প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কেউ যদি কনডেম করে করুক, তাতে আমার কোন অসুবিধা নেই । মহিলাদের কথা বলতে গিয়ে যদি আমাকে কনডেম হতে হয় তাতে আমার কোন অসুবিধা নেই। শিক্ষা প্রতিষ্ঠান ,কর্মক্ষেত্র ,রাস্তাঘাট মহিলাদের কোথাও কিছু হলে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুরুষদের। আর এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে কী থাকবে। খুব চিন্তার বিষয়। এটা সমাজের একটা অবক্ষয়। আমার সমালোচনা করুক তাতে আমার কোন অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি। আমি এই জিনিস কোনদিনও শুনিনি। আমাদের দলে এসব ঘটনা ঘটেনি, এখন কেন ঘটছে ? চারটে পর্যন্ত কলেজ হচ্ছে। কেন সেই কলেজ ছটা পর্যন্ত খোলা থাকবে? যদি কাজ থাকে তাহলে পার্টি অফিসে গিয়ে করুন। সেখানে অনেক সিনিয়র লোক থাকে। এটা আমাদের দলের পক্ষে ভালো নয়। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি।

গতকাল এক্স হ্যান্ডেলে এক বার্তায় কল্যাণ বলেন, তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডল থেকে যা বলা হয়েছে তার সঙ্গে আমি একমত নেই। তারা কি পরোক্ষে অপরাধীদের সমর্থন করছেন না? ওই ঘটনার সঙ্গে যেসব নেতারা জড়িত তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলে শুধুমাত্র বিবৃতি দিয়ে কোনও কাজ হবে না।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *