Indradip Dasgupta Hospitalised: আচমকাই অসুস্থ ইন্দ্রদীপ দাশগুপ্ত! পরিচালককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করালেন বন্ধুরা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনেমাহলে রমরমিয়ে চলছে ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি ‘গৃহপ্রবেশ’। বক্স অফিসে ইতোমধ্যেই এবছরের অন্যতম হিট ছবি হিসাবে নাম লিখিয়েছে এই ছবি। এরই মাঝে বিপত্তি। আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সোমবার সকালেই পরিচালককে হাসপাতালে ভর্তি করান তাঁর বন্ধুরা। কী হয়েছে তাঁর? 

আরও পড়ুন- Dev-Rukmini: বিচ্ছেদের জল্পনায় জল! ‘তুমিই আমার শক্তি’, রুক্মিনীকে জড়িয়ে জন্মদিনে শুভেচ্ছা দেবের…

জানা যাচ্ছে, মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে ইন্দ্রদীপের। সঙ্গে প্রায় ১০৩ জ্বর। মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক। ইতোমধ্যেই চিকিৎসা শুরু হয়ে গিয়েছে তাঁর। জানা যায় যে সংক্রমণ কমাতে ইন্টারভেনিয়াস পদ্ধতিতে চিকিত্‍সা হবে।  বাড়িতে একাই থাকেন। এরই মাঝে অসুস্থ হয়ে পড়ায় পাশে দাঁড়ান বন্ধুরা। 

১৩ জুন মুক্তি পেয়েছে ইন্দ্রদীপের ছবি ‘গৃহপ্রবেশ’। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে সেই ছবি। দর্শকের তরফ থেকে ভাল প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি। হলে হলে দর্শকদের থেকে সরাসরি প্রতিক্রিয়া পেতে দৌড়ে বেড়াচ্ছেন ছবির অভিনেতা অভিনেত্রীরা। বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবির নায়ক-নায়িকাকে সঙ্গে নিয়ে নিয়ে প্রচারে গিয়েছেন তিনি। এর মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। 

আরও পড়ুন- Weather Update: গোটা বাংলা জুড়ে গভীর নিম্নচাপ, আগামী ৭ দিন ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণেই ‘গৃহপ্রবেশ’ তৈরি করেছেন ইন্দ্রদীপ। সময়ের সঙ্গে সঙ্গে নিজস্ব এক ঘরাণা তৈরি করেছেন। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জীতু কমলকে। ইতোমধ্যেই ছবিতে শুভশ্রীর অভিনয়ে মুগ্ধ দর্শক। তবে শুধু পরিচালক নন, সংগীত পরিচালক হিসাবেও সফল ইন্দ্রদীপ দাশগুপ্ত। অসংখ্য হিট বাংলা গানের সুরকার তিনি। কয়েক বছর আগেই পা রেখেছেন পরিচালনায়। সেখানেও বাজিমাত করছেন। খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন পরিচালক, এই কামনাই সকলের। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *