জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ। ‘দলের ভাবমূর্তি নষ্টের জন্য দুঃখিত’, ক্ষমা চাইলেন মদন মিত্র। তাঁর আর্জি, ‘সম্পূর্ণ ভিডিওটি বা আন ইডিটেড আমার বক্তব্যটি দল যেন একবার দেখে নেয়’। সূত্রের খবর তেমনই।
আরও পড়ুন: Manojit Mishra Kasba Law College: ঘটনার পর থেকে কাদের ফোন করেন মনোজিৎ? কল ডিটেলস দেখে এবার…
সময়সীমা ছিল ৩ দিন। নির্ধারিত সময়েই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে শোকজের জবাব দিলেন মদন। চিঠিতে কামারহাটির বিধায়ক লিখেছেন, ‘দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজীবন অনুগত থাকব। দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবেই সারা জীবন কাজ করে যাব। আমার কোনও মন্তব্যে দল অস্বস্তিতে পড়ে থাকলে তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। তবে সম্পূর্ণ ভিডিওটি বা আন ইডিটেড আমার বক্তব্যটি দল যেন একবার দেখে নেয়’।
কসবাকাণ্ডে যখন তোলপাড়া গোটা রাজ্য, তখন দলেই অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছিলেন মদন। তাঁর মতে, ‘ওই মেয়েটি যদি ওখানে না যেত, এই ঘটনা তো ঘটত না। যাওয়ার সময়ে যদি কাউকে বলে যেত, দু’জন বান্ধবীকে নিয়ে যেত, বাবা-মাকে নিয়ে যেত, তা হলে এটা ঘটত না। পরিস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তেরা’। এরপর তাঁকে মদনকে শোকজ করে তৃণমূল। ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।
এদিকে কসবাকাণ্ডের পর ‘বোধোদয়’। যোগেশচন্দ্র ল’কলেজে এবার প্রাক্তনীদের ‘নো এন্ট্রি’! কলেজে ছাত্র সংসদের সিদ্ধান্ত, পাস করে যাওয়ার পর আর কোনও পড়ুয়া কলেজে ঢুকতে পারবেন না। এমনকী, পাঁচ বছর পর্যন্ত কলেজের অনুষ্ঠানে নিমন্ত্রণও করা যাবে না প্রাক্তনী পড়ুয়াদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)