অয়ন ঘোষাল: ফের সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ। উত্তর দিলেন নানান প্রশ্নের।
দিলীপকে জিজ্ঞাসা করা হয়: ফ্যাক্ট ফাইন্ডিং টিম নন কো অপারেশন
তিনি বলেন, ‘এটা তো একটা সিস্টেম। কেন্দ্রীয় কমিটির দেখার অধিকার আছে। কসবায় প্রকৃত দোষীকে প্রথমে আড়াল করার চেষ্টা হয়েছিল। ফ্যাক্ট কি সেটা মানুষের জানার অধিকার আছে।’
আরও পড়ুন:LPG Price: স্বস্তির খবর! ফের কমল গ্যাসের দাম, কিন্তু…
থানায় তলব কার্তিক মহারাজকে
কেউ একটা কমপ্লেন করেছে। পুলিসের কাজ তদন্ত করা। রাজনীতিতে কাউকে বদনাম করার জন্য এরকম কুচক্র চলে। আশা করব সত্য ঘটনা সামনে আসবে। যে কেউ আপনার বিরুদ্ধে কমপ্লেন করতে পারে। অনুব্রত মণ্ডলের নামে দলের তরফেই আগে থানায় কমপ্লেন ছিল। তখন তাকে পুলিস ডাকেনি। যেই সিবিআই তাকে তলব করল ওমনি পুলিস পালটা মামলা করে তাকে সিবিআই এর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করল।
সিবিআই নয়, পুলিসে আস্থা অগ্নিমিত্রার
পুলিসের কাজে বিশ্বাস উঠে গেলে মানুষ সিবিআই চায়। তৃণমূলের কোনও পরিবারের সদস্য মারা গেলে তারাও অনেক সময় সিবিআই চায়।
আর জি কর এবং কসবাকাণ্ড ২৬-এর ভোটে প্রভাব ফেলবে?
এই সরকার ১৫ বছরে এরকম কাজ বহুবার করেছে। সাধারণ মানুষ এই সব থেকে মনস্থির করেছেন এই সরকারকে আর রাখা ঠিক হবে না। বিজেপি চেষ্টা করবে এই ধরনের ইস্যুকে সামনে নিয়ে আসার।
আরও পড়ুন:Bengal Weather Update: টানা সাতদিন ব্যাপক দুর্যোগ! তুমুল বৃষ্টিতে ভাসবে উত্তর-দক্ষিণ…
তৃণমূলের হাতে আক্রান্ত লাঞ্ছিত সিপিএম প্রতিবাদী
উনি আমার পরিচিত। খড়গপুর এলাকার ঘটনা। কয়েক মাস আগে আমার বিরুদ্ধে একই জিনিস করেছিল। আমি রুখে দাঁড়িয়েছিলাম। উনি হয়তো রুখে দাঁড়াতে পারেননি। সেদিন আমার সঙ্গেও এরকম করতে পারত। সেদিন তৃণমূল মহিলা নেত্রীরা খুব প্রতিবাদ করেছিলেন। আজ যদি সাহস থাকে ওদের বিরুদ্ধে বলুন না। শশী পাঁজা বা চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিবাদ করুন দেখি কেমন পারেন।
পরিকল্পনা করেই কসবা গণধর্ষণ
ওকে কলেজে ডাকা হল। তারপর রাত পর্যন্ত সে কলেজেই থাকল। নিশ্চয়ই বিনা কারণে একজন মহিলা ওই অবস্থায় বেশিক্ষণ নিজে থেকে থাকতে চাইবেন না। চিন্তার বিষয়। ম্যাঙ্গো পাশ করা আইনজীবী। রাজ্যে কি চাকরি বাকরির হাল এতোটাই খারাপ যে পাশ করা আইনজীবী কলেজে সামান্য সব কাজ করছে। চাকরি করছে? পিয়নের কাজ করছে? ভাইস প্রিন্সিপালকে দেখেই বোঝা যাচ্ছে উনি অসহায়। উনি কিছুই বলতে পারছেন না। কারুর হিম্মত ছিল না কিছু করার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)