Vikrant Massey: বাবা খ্রিস্টান, মা শিখ, দাদা মুসলিম! বার্থ সার্টিফিকেটে ছেলের ধর্মই বাদ দিলেন বিক্রান্ত…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরই বাবা হয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey)। তাঁর ছেলে বরদানের লালন-পালনে একটি চিন্তাশীল ও ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়েছেন বিক্রান্ত। রিয়া চক্রবর্তীর পডকাস্টে এক আলাপচারিতায় বিক্রান্ত জানান, তিনি এবং তাঁর স্ত্রী তাঁদের সন্তানের বার্থ সার্টিফিকেটে কোনও ধর্ম উল্লেখ করেননি।

আরও পড়ুন- Aamir Khan: ‘লগান তখন অস্কারের পথে, অথচ আমি সারাদিন মদে ডুবে, ভেবেছিলাম শেষ করি ফেলি নিজেকে…’

বিক্রান্ত বরাবরই ব্যক্তিগত মতামত ও সামাজিক বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন। সম্প্রতি তিনি বলেন ধর্ম তাঁর জীবনে একটি বিশেষ ভূমিকা রাখে। যদিও তিনি আস্থায় বিশ্বাস করেন, তিনি কোনও একক ধর্মের অনুসারী নন এবং তাঁর বাড়িতে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসকে স্বাগত জানানো হয়। বিক্রান্তের বাবা খ্রিস্টান, মা শিখ। তাঁর দাদা অনেক ছোট বয়সেই মুসলিম ধর্ম গ্রহণ করেন। 

তিনি বলেন, “আমার মতে, ধর্ম ব্যক্তিগত পছন্দ। আমার জন্য এটা একটা জীবনধারা। আমি মনে করি প্রত্যেকেরই নিজের ধর্ম বেছে নেওয়ার অধিকার আছে। আমার বাড়িতে সব ধরনের ধর্মের চর্চা দেখতে পাবেন। আমি মনে করি ধর্ম মানুষ তৈরি করেছে। আমি পূজাও করি, গুরুদ্বার যাই, দরগাতেও যাই। এই সব জায়গায় গেলেই শান্তি পাই।”

আরও পড়ুন- Shefali Jariwala’s Final Hours: ‘তখনও হার্ট চলছিল, তবে…’, শেষ কয়েক ঘণ্টা কী করেছিলেন শেফালী? বিস্ফোরক বন্ধু পূজা!

ছেলে বরদানকে নিয়ে তিনি বলেন, “আমার সন্তানের বার্থ সার্টিফিকেটে ধর্মের কলামটা ফাঁকা রেখেছি। যখন সরকারি কাগজ পেলাম, সেখানে কোনো ধর্ম লেখা ছিল না। সরকার জোর করে কিছু লেখায় না। সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে। আমি নিজে হাতে ধর্মের ঘরে একটা ড্যাশ (-) দিয়ে দিয়েছি। আমি ভীষণ কষ্ট পাব যদি একদিন দেখি আমার ছেলে কাউকে তাঁর ধর্মীয় বিশ্বাস দেখে বিচার করছে। আমি ওকে এমনভাবে বড় করছি না।”

সমতার বার্তা ও সন্তানদের নিজস্ব ধর্মীয় পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়ার জন্য, বিক্রান্তের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। এমন একটি সমাজে, যেখানে প্রথা অনেক সময় ব্যক্তিগত পছন্দের ওপর প্রাধান্য পায়, সেখানে বিক্রান্তের এই দৃষ্টিভঙ্গি সত্যিই অনন্য।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *