প্রবীর চক্রবর্তী: সুকান্ত মজুমদারের (Samik Bhattacharya) পরে রাজ্য বিজেপির সভাপতি হবেন কে, এনিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল। বুধবার সেই জল্পনার অবসান। রাজ্য বিজেপির নতুন সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপি সূত্রে খবর দলের রাজ্য় সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন শমীক। ফলে সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল। নতুন পদ নিয়ে শমীককে খানিক রসিকতার ছলেই কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
এদিন ববি হাকিম বলেন, ‘শমীককে শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন আমরা এই অ্যাসেম্বলিতে কাজ করেছি। ওর নতুন পদের জন্য অভিনন্দন। আশা বা প্রত্যাশা করা ভালো, উনি নিজেও জানেন তৃণমূলকে সরানো অসম্ভব। সভাপতি বদলালেই তৃণমূলের ভিত্তি নড়ানো যাবে না। সুতরাং, বিজেপি নিজের সংগঠনকে দেখুক, আনন্দ করুক, সভাপতি বদলাক, খাওয়া-দাওয়া হোক। তবে তৃণমূলকে সরানোর প্রত্যাশা সফল হবে না। কারণ এই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর সমস্ত মানুষের আস্থা আছে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)