দেবব্রত ঘোষ: পুরসভার ভিতরই বড় অঘটন! হাওড়া পুরসভার (Howrah Municipality) ভিতরে গাছ চাপা পড়ে মৃত্যু দুজনের। মুখ্য পুর প্রশাসকের দফতরের সামনে বহু প্রাচীন ইউক্যালিপটাস গাছটি (Eucalyptus Tree) আচমকাই ভেঙে পড়ে আজ ভোরবেলায়। মৃত্যু হয় দুজনের। উমেশ মাহাতো নামে এক স্থায়ী কর্মী ও নূর মহম্মদ নামে এক অস্থায়ী কর্মী ঘটনাস্থলেই মারা যান।
বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুখ্য পুর প্রশাসক সুজয় চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। আসে হাওড়া থানার পুলিসও। এই দুর্ঘটনার জন্য পুর কর্তৃপক্ষের চরম উদাসীনতাকে দায়ী করছে বিরোধীরা। বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, পুর প্রশাসকের দফতরের অফিসের সামনে গাছটি অনেকদিন ধরেই হেলে ছিল। কিন্তু কোনও নজরদারি ছিল না। ঝড়বৃষ্টি না হওয়া সত্ত্বেও গাছটি ভেঙে পড়ল।
পুর প্রশাসক সুজয় চক্রবর্তী যদিও নজরদারিতে গাফিলতির অভিযোগ খারিজ করে দিয়ে বলেন, গাছটি পুরনো হলেও সজীব ছিল। এটা দুর্ঘটনা (Accident)।মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। তবে অফিস টাইমে এই ঘটনা ঘটলে আরও অনেকে জখম হওয়ার সম্ভাবনা ছিল। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা গাছটি কেটে সরিয়ে দিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
