Pashkura chips incident: মেয়ের অবস্থা আরজি করের মতো হবে! পাঁশকুড়া চিপস কাণ্ডের মৃত ছাত্রের মা-কে হুমকি…


কিরণ মান্না: বিগত ২২ মে পাঁশকুড়ার সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাসকে চিপসের প্যাকেট চুরির অপবাদ দেয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। এরপর আত্মহত্যা করে ওই সপ্তম শ্রেণীর ছাত্র। আর সেই ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। ইতিমধ্যে ছাত্রের মা সুমিত্রা দাসের অভিযোগ ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করে পাঁশকুড়া থানা পুলিস। কিন্তু মৃত ছাত্রের মা সুমিত্রা পাত্র গতকাল পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন, Fake Police: ডিউটি যাচ্ছি বলে উর্দি পরে প্রতিদিন বেরত বাড়ি থেকে… পুলিসের জালেই ‘পুলিস’!

তার অভিযোগ যে অভিযুক্ত সিভিক থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকির শিকার হচ্ছেন তিনি। এমনকি বাড়িতে এসে অকথ্য গালাগালি এবং তার নাবালিকা মেয়েকে আরজি করের ঘটনা স্মরণ করিয়ে হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন। ইতিমধ্যে ৮ জনের নামে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত সপ্তম শ্রেণীর ছাত্রীর মা সুমিত্রা দাস। তবে অভিযোগকারীদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ইতিমধ্যে পাঁশকুড়া থানার পুলিস তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোসাইবেড় এলাকায় নাবালকের আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরই মধ্যে প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যায় যে সত্যিই ওই নাবালক চিপসের প্যাকেটটি কুড়িয়েই পেয়েছিল। দেখা যায়, ওই নাবালক সাইকেল নিয়ে যখন দোকানে যায় তখনই চিপসের প্যাকেট বাইরে পড়ে। দোকানে ঢুকে কাউকে না পেয়ে দোকানের বাইরে পড়ে থাকা চিপসের প্যাকেট তুলে নেয় সে। 

কিন্তু চোর অপবাদ আর অপমান সহ্য করতে না পেরে এরপরই কৃষ্ণেন্দু মাকে চিঠি লিখে রেখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয়।  প্রথমে তাকে ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে, পরে স্থানান্তর করা হয় তমলুক জেলা হাসপাতালে। ২২ মে ছাত্রটির মৃত্যু হয়।

আরও পড়ুন, Nayagram Super Speciality Hospital: গত ৩ দিনে ১৩০টি ছানি অপারেশন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে, কলকাতা থেকেও আসছেন রোগীরা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *