অয়ন ঘোষাল: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল রাতে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। পশ্চিমবঙ্গে আর সরাসরি তার কোনও প্রভাব নেই। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। আরো একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা। এই জোড়া অক্ষরেখার প্রভাবে রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী ৫ দিন। আজ বৃষ্টির প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। কাল বৃহস্পতিবার থেকে শনিবার ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের পাঁচ জেলায়।
জুন মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের শুধুমাত্র মালদা জেলাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। জুন মাসে স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতে। এছাড়াও স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। কলকাতায় জুন মাসে প্রায় ১৩ শতাংশ বৃষ্টির ঘাটতি থেকে গেছে।
আজ দুপুর পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলাতে। পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টি। শনিবার দক্ষিণবঙ্গের আট জেলাতে ভারী বৃষ্টি। পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার কলকাতায় বৃষ্টি বাড়বে। রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতে।
আরও পড়ুন-টিকিট বুকিং থেকে খাবারের অর্ডার, রেল যাত্রীদের জন্য চালু হল নতুন অ্যাপ RailOne
আরও পড়ুন- স্বাস্থ্যসাথীতে জালিয়াতি, হার্নিয়ার বদলে অ্যাপেনডিক্স অপারেশন! রোগী এখন…
উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। নিচের দিকে জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে।
বুধবার দুপুর পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।
বুধবারে ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)