‘এই তো একসঙ্গে…’! আচমকাই প্রয়াত প্রিয়জন, শোকে পাথর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলবিশ্বে আচমকাই নেমে এল শোকের ছায়া। মাত্র ২৮ বছরে প্রয়াত পর্তুগালের (Portugal) লিভারপুল (Liverpool) স্টার দিয়োগো জোটা (Diogo Jota Dies)! গাড়ি দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। জোটার খবরে শোকে পাথর ফুটবলদুনিয়া। জোটার জাতীয় দলের অধিনায়ক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo) ভেঙে পড়েছেন। সিআরসেভেন (CR7) মানতেই পারছেন না যে, গত মাসে জোটার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) জিতেছেন তিনি, আর কখনই দেখতে পারবেন না প্রিয় সতীর্থকে। 

রোনাল্ডো সমাজমাধ্যমের পোস্টে লিখেছেন, ‘এর কোনও মানেই হয় না। এই তো আমরা একসঙ্গে জাতীয় দলে ছিলাম। আর তুমি সবে বিয়ে করেছ। তোমার পরিবার, তোমার স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার সমবেদনা রইল, তাঁদের জন্য পৃথিবীর সকল শক্তি কামনা করি। আমি জানি তুমি সবসময় ওদের সঙ্গে থাকবে। শান্তিতে থাকো দিওগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’

আরও পড়ুন: জুনে জাতীয় খেতাব, ১০ দিন আগে বিয়ে, রোনাল্ডোদের কাঁদিয়ে ২৮-এ প্রয়াত লিভারপুল স্টার!

বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম স্পেনের জামোরার কাছে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। জোটাই নন, এদিন রিয়াস বাজাস (হাইওয়ে-৫২) প্যালাসিওস ডি সানাব্রিয়ার কাছে জোটার গাড়িতে ছিলেন তাঁর ফুটবলার ভাই আন্দ্রে। তিনিও মারা গিয়েছেন। স্থানীয় সময়ে রাত ১২.৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। যখন বেনাভেন্তের দিকে যাওয়ার পথে একটি গাড়ি রাস্তা ছেড়ে বেরিয়ে আসে এবং আগুন ধরে যায়। একাধিক বিদেশি মিডিয়ার এমনটাই রিপোর্ট।

আরও পড়ুন: ২৭ কোটি নিয়েও ২৬৯ রান, গোয়েঙ্কার দল ছেড়ে ফের দিল্লিতে? নিলামে ঋষভ-সহ ৯ ভারতীয়!

নিয়তির কী করুণ পরিহাস। গত মাসেই জোটা জাতীয় দলের সঙ্গে জিতেছেন উয়েফা নেশনস লিগ। আর মাত্র ১০ দিন আগে বিয়ে করেছেন। রেখে গেলেন স্ত্রী ও তিন সন্তানকে। গত মরসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়ে ছিলেন জোটা এবং মার্সিসাইড দলের হয়ে এফএ কাপ এবং লিগ কাপও জিতেছেন।
জোটা ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে অ্যানফিল্ডে এসেছিলেন এবং সমস্ত প্রতিযোগিতায় মিলিয়ে ক্লাবের হয়ে ১৮২টি খেলায় ৬৫টি গোল করেছেন। তিনি পর্তুগালের জার্সিতে ৪৯ বার মাঠে নেমেছেন। দু’বার উয়েফা নেশনস লিগ জিতেছেন। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *