অয়ন ঘোষাল: দুপুরের পর থেকেই রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টি। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে। রবিবার ফের কমবে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হবে।
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টি হবে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হাওয়া।
শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার -ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস।
শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
আরও পড়ুন-খুব কাছের মানুষের সঙ্গে বিবাদ মিথুনের, বেফাঁস কথা বললেই বিপদ কন্যার
আরও পড়ুন-ভোটে নিরঙ্কুশ জয় বিজেপির! তৃণমূল বলছে, ‘এটাই গণতন্ত্র’! কেন?
শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।
২৩ মিলিমিটার বৃষ্টির জেরে গতকাল কলকাতায় দিন ও রাতের পারদ স্বাভাবিকের নিচে ছিল। আজ দিনের যে কোনো সময়, বিশেষত দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। কাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে কলকাতায়।
২০২৫ সালে একদিনের জন্যও তাপপ্রবাহের কবলে পড়েনি কলকাতা। দক্ষিণবঙ্গের ৩ টি জেলা এবং উত্তরবঙ্গের ১ টি জেলা ছাড়া এই বছর আর কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি। ২০২৪ সালের এপ্রিলেই কলকাতা সহ দক্ষিণের ৬ এবং উত্তরের ৩ জেলা সরাসরি তাপপ্রবাহের কবলে পড়েছিল। এবার জুনে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। ফলে নতুন করে এই বছর আর কোনো তাপপ্রবাহের সতর্কতা নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল