Katwa Incident: রাজ্যে ফের গণধর্ষণ! ‘পোল্ট্রি ফার্মে’ তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ২ বর্বর… ভয়ংকর ঘটনা…


সন্দীপ ঘোষ চৌধুরী: ফের গণধর্ষণ! এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী গ্রামের দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে (Katwa gang rape)। কাটোয়া থানার পাঁজোয়া গ্রামের পোল্ট্রি ফার্মের কাছে ঘটনাটি ঘটে। নির্যাতিতার অভিযোগ পাওয়ার পর বুধবার গভীর রাতেই নতুনগ্রামের বাড়ি থেকে দুই অভিযুক্ত দুলাল সেখ ও বজরুল সেখকে কাটোয়া থানার পুলিস গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার কাটোয়া থানার পুলিস ধৃতদের কাটোয়ায় মহকুমা আদালতে পেশ করে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়। গোপন জবানবন্দির জন্য নির্যাতিতা মহিলাকেও পুলিস কাটোয়া মহকুমা আদালতে পাঠায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা গৃহবধূ বুধবার কাটোয়া আদালতে পুরনো একটি দাম্পত্য কলহ সংক্রান্ত মামলার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেইসময় গণধর্ষণের ঘটনাটি ঘটে।

রাত সাড়ে ৮টা নাগাদ পাঁজোয়া বাসস্ট্যান্ড থেকে নিজের বাড়ি ফেরার সময় নির্যাতিতা গৃহবধূর সঙ্গে পূর্ব পরিচিত পাশের নতুনগ্রামের দুই বাসিন্দা দুলাল সেখ ও বজরুল সেখের দেখা হয়। নির্যাতিতার অভিযোগ, অন্ধকারে তাঁকে তুলে নিয়ে গিয়ে পোল্ট্রি ফার্মের কাছে পরিচিত ওই ২ ব্যক্তি দুলাল সেখ ও বজরুল সেখ ধর্ষণ করে।

এরপর নির্যাতিতা রাতে বাড়ি ফিরে স্বামীকে ঘটনার কথা জানায়। তখন রাতেই, রাত ১০টা নাগাদ স্বামীকে সঙ্গে নিয়ে কাটোয়া থানায় যান নির্যাতিতা। রাতেই অভিযুক্ত দুলাল সেখ ও বজরুল সেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। তারপর গভীর রাতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস।

আরও পড়ুন, Bengaluru Infosys Techie Arrested: প্যান্ট খুলে কমোডের উপর উঠে মোবাইলে লাগোয়া ওয়াশরুমে মহিলা সহকর্মীর অশ্লী*ল ভিডিয়ো! ইনফোসিসে গা ঘিনঘিনে কাণ্ড…

আরও পড়ুন, Kasba Law College Incident: কসবা গণধ*র্ষ*ণকাণ্ডে পুলিসের কাছে মনোজিতের ‘বড়’ স্বীকারোক্তি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *