জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে আবারও ব্লক করে দেওয়া হয়েছে পাকিস্তানের জনপ্রিয় সেলিব্রিটিদের (Pakistani Celebs) ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট, এই খবরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় নেটিজেনরা আর পাকিস্তানি প্রোফাইলে ঢুকতে পারছেন না। সেই তালিকায় রয়েছেন হানিয়া আমির (Hania Aamir), মাহিরা খান (Mahira Khan), শহীদ আফ্রিদি (shahis Afridi), মাওরা হোসেন এবং ফাওয়াদ খান (Fawad Khan)। বুধবার এই অ্যাকাউন্টগুলো আবার দেখা যাচ্ছিল, কিন্তু বৃহস্পতিবার আবার তা ব্লক করে দেওয়া হয়।
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুঁজলে একটি বার্তা দেখা যাচ্ছে. যেখানে লেখা, “ভারতে অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না। এটি আইনি অনুরোধের ভিত্তিতে ব্লক করা হয়েছে।” সরকারি সূত্র জানিয়েছে, আগের দিন অ্যাকাউন্টগুলো খোলা ছিল একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে। জানানো হয় যে, “এই ত্রুটি ইতোমধ্যেই ঠিক করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই সব অ্যাকাউন্ট আবার ব্লক হয়ে যাবে।”
২ জুলাই ভারতীয় নেটিজেনরা সাবা কামার, আহাদ রাজা মীর, ইয়ুমনা জাইদি, দানিশ তৈমূরসহ আরও অনেক তারকার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছিলেন। পাশাপাশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল যেমন হাম টিভি, এআরওয়াই ডিজিটাল এবং হার পাল জিও-ও তখন খোলা ছিল। এতে অনেক নেটিজেনরা ধারণা করেছিলেন, পাকিস্তানি কনটেন্টের ওপর ভারতের “নিষেধাজ্ঞা” হয়তো তুলে নেওয়া হয়েছে। কিন্তু পরদিন সব আবার ব্লক হয়ে যায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন- Deepika Padukone: অনন্য নজির দীপিকার! হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ নায়িকা…
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই ব্লক শুরু হয়। বিশেষ করে ভারতের সামরিক অভিযান “অপারেশন সিন্দুর”-এর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের বিরুদ্ধে পাকিস্তানি কিছু সেলিব্রিটির মন্তব্যের কারণে ভারতে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জিওব্লক করে দেওয়া হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)