‘কে রাজন্যা চিনিই না, সবার সব কথার উত্তর দিতে হবে!’, তৃণমূলের বহিষ্কৃত নেত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া মেয়রের…


রক্তিমা দাস: ‘কে রাজন্যা চিনিই না। সবার সব কথার উত্তর দিতে হবে!’ এদিন রজন্যা ইস্যুতেই এভাবেই উত্তর দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মনোজিত কাণ্ডে এমনিতেই বিতর্কে শাসক দল। এরই মধ্যে দলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছেন রাজন্যা হালদার। তাঁর বিকৃত ছবি নাকি ছড়িয়ে দেওয়া হচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে। ইতিমধ্যেই সেই অভিযোগ সামনে এনেছেন তিনি। 

আরও পড়ুন, CPIM: ছাব্বিশের আগেই পরিবর্তন! সবাই দল বদলে সিপিএমে, তৃণমূলের পার্টি অফিসে উড়ল লাল পতাকা… 

ফিরহাদকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই স্বরেই উত্তর দেন। জানান, সবার কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এদিকে নিজেরই দলের অন্দরের ময়লা সাফ করতে হবে বলেও এদিন সরব হন রাজন্যা। তিনি বলেন, ‘মনোজিতের মতো অনেকেই তৃণমূল ছাত্রপরিষদে রয়েছে। নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার করতে হবে। অন্যের ঘর পরে দেখব। তীব্র নারীবিদ্বেষী মনোভাবের স্বীকার আমি। আমি জানি আমার সঙ্গে কী ঘটেছিল। আমি কীসের সঙ্গে লড়াই করেছি’। 

এদিন শহরের গাছ নিয়েও কথা বলেন তিনি। জানান, আমাদের যত গাছ আছে বোরো এবং উদ্যান বিভাগ গাছকে নিয়ে পরীক্ষণ করবে। রবীন্দ্র সরোবর এবং সুবাস সরোবর পরিদর্শন করতে হবে। হাওড়া একটি ঘটনা ঘটেছে। তার মত যদি কোনও ঘটনা না ঘটে। তার জন্য সব গাছকে ধাক্কা মারে দেখে নিতে হবে। তার জন্য একটা ট্রি অডিট করা হবে। আমাদের শহরে অনেক টেরা বেকা গাছ আছে। সেটা ট্রিমিং করা হবে। গাছের উচ্চতা ১০ ফুট বা ১২ ফুট না হয়।

এছাড়া ওয়েট ল্যান্ড গুলিতে বেআইনি নির্মাণ না হয়। সেটা খুঁটিয়ে দেখা হবে। ওয়েট ল্যান্ড যাতে খেলার মাঠ বা অন্য বায়ো ট্রিটমেন্টের করে ওয়েট ল্যান্ডে চাষবাস করা যায়। এখন যা আছে সেটা ওয়েটল্যান্ড ইস ট্রেজারি অফ ক্যালকাটা। মুখ্যমন্ত্রী প্রকৃতি কে ভালবাসে। তার জন্য যদি টাকা লাগে আমরা সুন্দর করে করব। যাতে ওয়েটলান্ড একটা ট্যুরিজমের জায়গায় গড়ে উঠে। মাছ চাষ, বোটিং করার। ওয়ারল্যান্ড এক্ট অনুযায়ী যাতে সুন্দর্য্যান করা হবে। কলকাতা পুর রক্ষনাবেক্ষণ করা হবে।

আমাদের ফলটা থেকে টালা অবধি জল সরবরাহ কে ডিস্টার্ব করতে পারি না। আমরা তাদের কে বলেছি তারা বিকল্প কিছু ভাবতে। তাদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। নতুন করে প্ল্যানিং করে পুজোর পরে হবে। এটা নিয়ে আমি পলিটিআইজ করতে চাই না। এটা একটা আরামভিক বৈঠক ছিল আরবিএনএল একটা ডিটেইলস চেয়েছিল। এটা একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছে। আগে তারা প্ল্যান টা দিক তার পরে আমরা জয়েন্ট ইন্সপেকশন করব। রাস্তার জল যদি তাদের মেট্রো ভিতরে ঢুকে যায় তাহলে টানেল কে অবিলম্বে সংস্কার করতে হবে। অন রাজ্য যদি বন্যা হয়। তখন যদি মেট্রো বলবে যে বন্যার জন্য হয়েছে। সেটা কি হয়।

সিদ্দিকুল্লাহকে নিয়ে তিনি বলেন যে পুলিস এটা নিয়ে অ্যাকশন নিয়েছে। বেশ কয়েক জন গ্রেফতার হয়েছে। দলের মধ্যে থেকে জন্য লোক এই ধরনের ব্যবহার করতে পারবে না। দল করার মনে গুন্ডামি নয়। দল করার মনে মানুষ কে সঙ্গে নিয়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস এটা সহ্য করবে না। দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, Bolpur: স্কুলের বাথরুমে ক্লাস নাইনের ছাত্রীর মুখ চেপে ধরে… তোলপাড় বোলপুর..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *