জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সন্ধ্যায়, হলিউড চেম্বার অফ কমার্সের বাছাই কমিটি ২০২৫ সালের ‘ওয়াক অফ ফেম’-এর জন্য নির্বাচিত তারকাদের নাম ঘোষণা করে। এই তারকারা হলিউডের বিখ্যাত ওয়াক অফ ফেম-এ নিজেদের একটি স্টার পাবেন। এই তালিকায় জায়গা পান ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। যিনি হলিউডের দর্শকদের কাছে ‘XXX: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবির জন্য পরিচিত। দীপিকার নাম এই সম্মানজনক তালিকায় উঠে আসায় দেশে দীপিকার অনুরাগীরা ছিলেন উচ্ছ্বসিত, যদিও কেউ কেউ ভুল করে তাঁকে প্রথম ভারতীয় বলে উল্লেখ করেন। কিন্তু আসলে সেই সম্মান প্রায় ৬০ বছর আগে একজন ভারতীয় পেয়েছেন। কে তিনি?
হলিউড ওয়াক অফ ফেম-এ প্রথম ভারতীয়
১৯৬০ সালে, হলিউড ওয়াক অফ ফেম-এর প্রথম ব্যাচে একজন ভারতীয়ের নাম ছিল – তাঁর নাম ছিল সাবু দস্তগীর। ভারতীয় দর্শকদের কাছে তিনি খুব পরিচিত না হলেও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই তিনি হলিউডে তারকা হয়ে উঠেছিলেন। সাবু ১৯২৪ সালে মাইসোরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন হাতির মাহুত। ১৯৩৭ সালে আমেরিকান পরিচালক রবার্ট ফ্লাহার্টি তাঁকে ‘এলিফ্যান্ট বয়’ ছবির জন্য বেছে নেন, যেটি ছিল রুডইয়ার্ড কিপলিংয়ের বই অবলম্বনে তৈরি। এরপর ১৯৩৮ সালে তিনি ‘দ্য ড্রাম’ ছবির জন্য হলিউডে চলে যান। ১৯৪০ সালে তিনি ‘দ্য থিফ অফ বাগদাদ’ ছবিতে আবু চরিত্রে অভিনয় করে হলিউডে তারকা হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি ‘মোগলি’, ‘এরাবিয়ান নাইটস’, ‘হোয়াইট স্যাভেজ’, ও ‘কোবরা ওম্যান’–এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। তখন তিনি কিশোর ছিলেন এবং হলিউডে সবচেয়ে জনপ্রিয় অশ্বেতাঙ্গ অভিনেতাদের একজন হয়ে উঠেছিলেন।
সাবুর স্টার এবং তাঁর পরবর্তী জীবন
১৯৪৪ সালে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার পর সাবু মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। কিন্তু যুদ্ধ ফেরার পর তার কেরিয়ারে ভাঁটা পড়ে। ৫০-এর দশকে তিনি ইউরোপীয় কিছু ছবিতে অভিনয় করেন, তবে সেগুলো সফল হয়নি। ১৯৫৭ সালে মেহবুব খান তাঁকে ‘মাদার ইন্ডিয়া’ ছবির প্রধান চরিত্রে নিতে চেয়েছিলেন, কিন্তু সাবু কাজের অনুমতিপত্র পাননি। পরে সেই চরিত্রে অভিনয় করেন সুনীল দত্ত। সাবু কোনো ভারতীয় ছবিতে কখনও অভিনয় করেননি। মাত্র ৩৯ বছর বয়সে, ১৯৬৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
আরও পড়ুন- Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে তৃপ্তি নন, চমক বড় বাঙালি নায়িকার!
আগামীর জন্য রাস্তা তৈরি করেছেন সাবু
তবে একঅর্থে ভবিষ্যতের ভারতীয় তারকাদের পথ তৈরি করেছিলেন সাবু। কারণ সাবু ছিলেন প্রথম ভারতীয় যিনি হলিউডে বা বলা ভালো পশ্চিমী ছবির দুনিয়ায় বড় সাফল্য পান। বড় মাপের হলিউড ছবিতে তাঁর মতো একজন ভারতীয়কে দেখে ভবিষ্যতের বহু অভিনেতা অনুপ্রাণিত হন। পরবর্তীতে কবীর বেদি, ওম পুরি, অমরেশ পুরি, এমনকি নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খেরও হলিউডে ছোট-বড় চরিত্রে কাজ করেছেন। কিন্তু কেউই প্রধান চরিত্রে বেশি দেখা যায়নি। অনেক বছর পর ঐশ্বর্য রাই ও প্রিয়াঙ্কা চোপড়া মূল চরিত্রে অভিনয় করে আবার হলিউডে ভারতীয়দের উপস্থিতি জোরালো করেন। এর মাঝে ইরফান খান এক অসাধারণ আন্তর্জাতিক কেরিয়ার গড়ে তোলেন – তিনি অনেক বড় হলিউড ছবিতে প্রধান ও সহ-অভিনেতা হিসেবে কাজ করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)