জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিশানায় এক ছাত্রী। কসবা কাণ্ডের আবহে এবার স্কুলেও ব়্যাগিং! গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রী ভর্তি হাসপাতালে। তুমুল উত্তেজনা বোলপুরে।
জানা গিয়েছে, আক্রান্ত ওই কিশোরী বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লাস নাইনের ছাত্রী। রোজকার মতো আজ, শুক্রবারও স্কুলে গিয়েছিল সে। অভিযোগ, দুপুরে শৌচাগারে মুখ চেপে ধরে ওই ছাত্রীকে মারধর করেন ইলেভেনের কয়েকজন ছাত্রী। এমনকী, ধারালো অস্ত্র দিয়ে কিছু একটি নাকি কেটে নেওয়ার চেষ্টা হয়! এরপর রীতিমতো অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। আক্রান্ত ছাত্রীর বাড়ি বোলপুরেরই লায়েকবাজার এলাকায়।
এদিকে এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। মুখে কুলুপ স্কুল কর্তৃপক্ষ। থানায় অবশ্য এখনও পর্যন্ত কোনও অভিযোগ জানানো হয়নি। প্রশ্নের মুখে স্কুলের পরিবেশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)