জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগে পারিবারিক কোন্দল সামনে এনে সমালোচনার মুখে পড়েছিলেন। ফের বিস্ফোরক দাবি গায়ক ও সুরকার আমাল মালিকের। তিনি মনে করেন, বলিউড কার্তিক আরিয়ানের সঙ্গেও সেই একই ব্যবহার করছে, যা আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে করেছিল। আমালের দাবি, বড় বড় প্রযোজক ও অভিনেতারা কার্তিককে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরানোর চেষ্টা করছেন। তাঁর এই বক্তব্যে অবাক নেটিজেনরা। সম্প্রতি সাক্ষাৎকারে আমাল বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খোলেন।
আরও পড়ুন- Rafiath Rashid Mithila: ‘মানুষ যা দেখেছে, তা সব বাস্তব নয়’, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা…
আমাল বলেন, “পাবলিক এখন ইন্ডাস্ট্রির আসল রূপ বুঝে গেছে… এটা এতটাই অন্ধকার যে অনেকের জীবন পর্যন্ত চলে গেছে। সুশান্ত সিং রাজপুত এই চাপ সামলাতে পারেননি। তাঁর সঙ্গে যা হয়েছে—কেউ বলে খুন, কেউ বলে আত্মহত্যা। যাই হোক, মানুষটা তো চলে গেলেন। এই ইন্ডাস্ট্রিই কিছু করেছে হয়তো তাঁর মন বা আত্মার ওপর। বা হয়তো কিছু মানুষ তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এই ইন্ডাস্ট্রি এমনই একটা জায়গা। যখন এই ঘটনা সামনে এলো, সাধারণ মানুষ বলিউডকে সমর্থন করা বন্ধ করে দিল… তারা বলল, ‘এই লোকগুলো খুব খারাপ।’”
আরও পড়ুন- Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে তৃপ্তি নন, চমক বড় বাঙালি নায়িকার!
আমাল ব্যাখ্যা করে বলেন, “পাবলিকলি এর আগে কখনও ইন্ডাস্ট্রির এত খারাপ অবস্থা হয়নি… সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সব কিছু উলটে দিল। যারা এটা করেছে, তারা এই পতন ডিজার্ভ করে। একজন ভালো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে। এখন দেখো, সেই একই জিনিস—পরোক্ষ বা প্রত্যক্ষভাবে—কার্তিক আরিয়ানের সঙ্গেও করার চেষ্টা চলছে। কিন্তু সে হাসিমুখে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে, সবকিছুর সঙ্গে লড়াই করে। তাঁর মা-বাবা পাশে আছেন, তাঁকে সাপোর্ট ও গাইড করছেন। তিনিও একজন আউটসাইডার, যিনি নিজের পরিশ্রমে এগিয়ে এসেছেন। এখনো বহু লোক তাঁকে সরিয়ে দেওয়ার ফন্দি আঁটে। বড় বড় প্রযোজক, অভিনেতারা ক্ষমতার খেলা খেলেন।”
প্রসঙ্গত, ১৪ জুন ২০২০-তে মুম্বইয়ের বান্দ্রার তাঁর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতকে। ময়নাতদন্তে জানা যায়, তিনি আত্মহত্যা করেছিলেন—গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, এবং কোনো লড়াই বা ষড়যন্ত্রের চিহ্ন মেলেনি। তাঁর মৃত্যু দেশজুড়ে আলোড়ন তোলে। বলিউডের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর মানসিক স্বাস্থ্য, নেপোটিজম ও ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে জাতীয় স্তরে আলোচনা শুরু হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)