CPIM: ছাব্বিশের আগেই পরিবর্তন! সবাই দল বদলে সিপিএমে, তৃণমূলের পার্টি অফিসে উড়ল লাল পতাকা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার রাতে ডোমকলের ১৬ নম্বর ওয়ার্ডে হল দল বদল। ২০২১ এর পর তৃণমূলের (TMC) হাতে দখল হওয়া সিপিএমের অফিসেরও দখল ফেরাল সিপিএম (CPIM)। বৃহস্পতিবার রাতে ডোমকলের সিপিএম এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমানের হাত থেকে সিপিএমের পতাকা তুলে নেন যোগদানকারীরা। দল বদলকারীদের দাবি, তৃণমূলের ১৬ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির নেতৃত্বে দুর্নীতি হচ্ছে।

আরও পড়ুন, Nandigram Cooperative Election: রাস্তায় দেদার বিলোচ্ছে লাড্ডু, উড়ছে গেরুয়া আবির! নন্দীগ্রামে খাতাই খুলতে পারল না তৃণমূল…

আবাস প্রকল্পে হয়েছে লাগামছাড়া দুর্নীতি। তাই তৃণমূল ছেড়ে সিপিএমে। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি  ডোমকল বিধায়ক জাফিকুল ইসলামের দাদা জাহাঙ্গীর মণ্ডল। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আনছেন তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানকারীরা। যদিও ডোমকলের বিধায়কদের দাদা, ১৬ ওয়ার্ড তৃণমূল সভাপতি জাহাঙ্গীর মণ্ডলের দাবী, দুর্নীতির  অভিযোগ মিথ্যা। যোগদানকারীরাও তৃণমূল করতেন না বলে দাবি তাঁর।

সিপিএমের ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমানের দাবি, তৃণমূলের দুর্নীতির প্রতিবাদেই এই যোগদান। বেশকিছু নির্বাচনেই এই ধারাবাহিভাবে ওয়ার্ডে লিড পাচ্ছে তৃণমূল। লিড ছিল লোকসভা নির্বাচনেও। বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল এলাকায় কোনও প্রভাব ফেলে কিনা সেদিকেই নজর রানৈতিক মহলের।

আরও পড়ুন, Malda School Teacher Lifetime imprisonment: মালদায় ভোট পরবর্তী হিংসায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, স্কুলশিক্ষকের যাবজ্জীবন…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *