রণজয় সিংহ: ‘আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম। কারণ মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না। কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে…’ মালদার মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়কের এমন বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল। গতকাল যুব তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করে। সেই সভায় মানিকচকের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্রর মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় জেলা জুড়ে। বিধানসভা ভোটের আগে, এই ধরনের ধর্মীয় উসকানি রাজনীতির অন্য কৌশল বলেই মনে করছে সকলে।
হিন্দুদের ভাবাবেগে আঘাত:
মুসলিম ভোটের জন্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে তৃণমূল- এই নিয়ে পাল্টা তরজায় নেমে পড়েছে বিজেপি। বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়াম মঞ্চে মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে একুশে জুলাই নিয়ে একটি প্রস্তুতি সভা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এ ধরনের বিতর্কিত মন্তব্য করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র।
বিতর্কিত মন্তব্য:
মঞ্চ থেকেই তিনি বলেন,’বিজেপি রামের নামে ভোট চাইছে। জয় শ্রীরাম বলতে পারলে জয় জগন্নাথ কেন বলতে পারব না। রাম আর জগন্নাথ কি আলাদা? আমাদের সব থেকে পছন্দ ইসলাম ধর্ম। মুসলিমরা আন্দোলন করে না। কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমাদের কোথাও তো গীতা ভগবত্ পড়ানো হয় না। কিন্তু মুসলিমদের আরবি শেখার, কোরান পড়ার ব্যবস্থা রয়েছে। হিন্দুত্বের নামে বিজেপি ভোট পাবে না’।
মুসলিম ভোট:
তার এই মন্তব্য নিয়ে উঠেছে প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, সংখ্যালঘু তোষণ করতে গিয়ে বারবার তৃণমূল নেতা-নেত্রীরা হিন্দুদের অপমান করছে। শুধুমাত্র মুসলিম ভোটের জন্য এসব করছে তৃণমূল। যদিও সংবাদ মাধ্যমের সামনেও নিজের বক্তব্যের স্বপক্ষেই সওয়াল করেছেন সাবিত্রী। তিনি বলেছেন,’বিজেপি বলছে তৃণমূল মুসলিমদের দল। আমরা মুসলিম। আর বিজেপি নাকি হিন্দুদের দল’। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে জোড় রাজনৈতিক তরজা।
বিজেপি নেতৃত্বর বক্তব্য,
‘মুসলিম ভোট পাওয়ার জন্য তৃণমূল বারবার হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। সামনের ভোটে মানুষ এর জবাব দেবে’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)