পার্থ চৌধুরী: বর্ধমানে এই প্রথম কর্পোরেট ধাঁচের পুজো হতে চলেছে। একটি মার্বেল শোরুমের কর্ণধার বিশ্বজিৎ মণ্ডল দীর্ঘদিন ধরে একটি নামী ক্লাবের পুজোর উদ্যোক্তা ছিলেন। সেই পুজো প্রচুর ভিড় টানে। পুরস্কারও পায়। এবারে সেই পুজো থেকে আলাদাভাবে নিজের প্রতিষ্ঠানের নামে পুজোর আয়োজন করছেন ব্যবসায়ী বিশ্বজিৎ মণ্ডল। পুজোর পাশাপাশি তিনি নানারকম সামাজিক কাজেও যুক্ত থাকেন।
এবারে তার পুজোর প্রথম বছর। জাতীয় সড়কের ধারে এই পুজো হবে। পারিবারিক পুজো হলেও নানা চমকপ্রদ ঘোষণা এদিন করেন উদ্যোক্তারা।
বিশ্বজিৎ মণ্ডল জানান, পুজো উপলক্ষে একটি অ্যাম্বুলেন্স এবং একটি শবদেহবাহী গাড়ি উদ্বোধন করা হবে। বৈকুন্ঠপুর ২ পঞ্চায়েতের গ্রামাঞ্চলের মানুষ বিনামূল্যে এগুলি ব্যবহার করতে পারবেন। পুজোর কদিন যে গরিব মানুষেরা পুজো দেখতে আসবেন তাদের জন্য তিনবেলা খাবারের ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, তাদের পোষাকও দেওয়া হবে পুজো কমিটি থেকেই।
এছাড়াও বর্ধমান স্টেশনে প্রতিদিন রাতে গরিব মানুষকে নৈশভোজন করানো হবে।
আরও পড়ুন-লার্জেস্ট মিসাইল অ্য়াটাক, ড্রোন হামলা! আ*গুন আর বারুদে ছার*খা*র বিশাল এলাকা! এত ভয়ংকর আক্রমণ…
চমক রয়েছে পুজোর থিমেও। প্রথম বছরের থিম পুরীর জগন্নাথ ধাম। বারোয়ারি পুজোর মতই তার পারিবারিক পুজো লোক টানবে আশা উদ্যোক্তার। শনিবার দুপুরে মহা সমারোহে এই পুজোর খুঁটি পুজো হল। অনুষ্ঠানে পঞ্চায়েতের পদাধিকারী, সমাজসেবী ও কর্ণধারের বাবা মা অংশ নেন। এখন দেখার বর্ধমানের এই প্রথম কর্পোরেট পুজো লোকের মন জয় করতে পারে কী না!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)