গলায় পেঁ*চা*নো ওড়না! বাড়ির পিছনেই উদ্ধার নার্স, ব্যাপক চাঞ্চল্য…| Dupatta Found Around Neck Nurse Found Behind House Huge Sensation in maheshtala


অশোক মান্না: মহেশতলা পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগতলায় এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। গতকাল মহরম উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিল তার স্বামী শেখ নাসির আলী। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী রাত ২:০০ নাগাদ স্বামীর খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলেন।

আরও পড়ুন:Elder Couple: দিনের পর দিন খাবার জুটত না, কাজও পাননি! অভাবের তাড়নায় বি*ষ খেল বৃদ্ধ দম্পতি…

এরপর রাত  ২:৩০ মিনিট নাগাদ তার স্বামীর কাছে ফোন যায় গলির মধ্যে একটি বাড়ির পিছনে তার স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এরপর মহেশতলা থানায় খবর দেওয়া হয়। মহেশতলা থানার পুলিস গিয়ে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত মহিলার নাম শিল্পী বিবি। বয়স ৩৪ বছর। তিনি পেশায় একজন নার্স। 

মৃত মহিলার স্বামীর অভিযোগ কেউ তার স্ত্রীকে মেরে ফেলেছে এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। যার বাড়ির সামনে দেহটি পড়ে থাকতে দেখা যায় সেই বাড়ির একজনকে আটক করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়। খুন না আত্মহত্যা! তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিস।

আরও পড়ুন:Elon Musk New party: বন্ধুত্ব অতীত! ট্রাম্পের সঙ্গে লড়তে এবার মাস্কের নতুন দল…

উল্লেখ্য, এপ্রিলে কর্তব্যরত নার্সকে হুমকি এবং দুর্ব্যবহার, লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকি একজন নার্সকে বিজেপি সমর্থক বলে দেখে নেওয়ারও হুমকি! ঘটনাস্থল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *