বরুণ সেনগুপ্ত: স্ত্রীর সঙ্গে টানা অশান্তি। তারই পরিণতিতে ভয়ংকর কাণ্ড করে বসল স্বামী। উত্তর ২৪ পরগনার পানিহাটির আজাদহিন্দ নগরের মর্মান্তিক ঘটনায় তোলপাড় এলাকা। স্ত্রীর হাতের শিরা কেটে, গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুন করল স্বামী। এরপর সন্তানকে নিয়ে বেপাত্তা।
দীর্ঘদিন ধরে অশান্তি হচ্ছিল স্ত্রী প্রিয়াংকা নাথ(২৬) ও স্বামী শ্রীকান্ত নাথের (বয়স ৪৬) মধ্যে। স্থানীয়দের বক্তব্য, শনিবার মধ্যরাতে স্ত্রীর হাতের শিরা কেটে দেয় শ্রীকান্ত। তারপর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে। তাদের একটি ৯ বছরে ছেলে আছে ! ছেলেকে নিয়ে পালিয়ে যায় মধ্যরাতে। ঘটনারস্থলে ঘোলা থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘোলা থানার পক্ষ থেকে বাড়িটি সিল করে দেওয়া হয় হয়।
মেয়েটির দাদা বলেন, বোনের সঙ্গে দীর্ঘদিনের অশান্তির জেরে অনেকবার বোনের গায়ে হাত তোলে শ্রীকান্ত। আমরা ঠিক করেছিলাম বোনকে ওই বাড়িতে আর পাঠাব না। কিন্তু বোনের শ্বশুর আবার বুঝিয়ে সেই বাড়িতে নিয়ে যান। তারপরই এমন ঘটনা। বোন যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়িতে দু বছর হয়েছে কিনেছে ওরা। প্রচুর ধারদেনা ছিল। বোনের বর প্রাইভেট গাড়ির চালক। আমাদের একটাই দাবি দোষীর উপযুক্ত শাস্তি হোক।
আরও পড়ুন-চার দেশ ঘিরে রয়েছে শিলিগুড়িকে, জাতীয় নিরাপত্তার দাবি মেয়রের
আরও পড়ুন-রাস্তায় জন্য ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ, সন্ধে নামলেই…
স্থানীয় যুবক অরূপ দত্ত বলেন, যে ওই কাজ করেছে সে গাড়ি চালাত। ভাবিনি ও এরকম করবে। সকালে উঠে শুনছি প্রিয়াঙ্কার হাত পেঁচিয়েছে। রক্তে ভরে গিয়েছে চারপাশ। বাচ্চাটিকে খুঁজে পাওয়া য়াচ্ছে না। এখন বাচ্চাটিকে পালিয়ে গিয়েছে নাকি কিছু করে ফেলেছে বোঝা যাচ্ছে না। এখন যদি বাচ্চাটিকে পাওয়া যায় সেটা ভালো হবে। ছেলেটি পঞ্জাবের। শুনেছি মেয়েটির সঙ্গে ছেলেটির পরিবারের অশান্তি হতো।
প্রিয়াঙ্কার দাদা বলেন, গত ১০ মাস ধরে বোনের উপরে প্রবল অত্যাচার করত। গত দেড় মাসে বোন ২ বার পালিয়ে এসেছে। মারধর যে করা হয়েছে তা ওর চোখ মুখের ফোলা দেখেই বোঝা যেত। ভেবেছিলাম বোনকে আর পাঠাব না। কিন্তু বোনের শ্বশুর এসে বলেছিল, শেষবারের মত পাঠাও। আমি আছি। কিছু হবে না। দশ দিনের মধ্যে ৩ বার এসেছিল। গত বৃহস্পতিবার বোন শ্বশুরবাড়ি যায়। সেটাই যে শেষবার যাওয়া তার বুঝিনি। বোনের একটা ১০ বছরের ছেলে রয়েছে। তাকে এখনও খুঁজে পাচ্ছি না। ওকে কোথাও রেখে এসেছে নাকি মেরে ফেলেছে বুঝতে পারছি না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)