জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বমহিমায় দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ BJP-তেই
খড়্গপুরে চা চক্রে রবিবার সকালে বিজেপি নেতা দিলীপ ঘোষ এসেছিলেন। ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য যেটা বলেছেন সেটাই শেষ কথা। এই নিয়ে কিছু বলার নেই। দিলীপ ঘোষ বিজেপির হয়েই কাজ করবেন বলে শমীক মনে করেন।
বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল কিংবা বিজেপি ধর্মীয় মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি করে কি না এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘দেশের একটা সংবিধান আছে, আর আমাদের পার্টির একটা সংবিধান আছে। ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে সেটা সংবিধানে আছে। সেই অনুযায়ী পার্টিও চলে। আর আমরা রাজনীতি সেভাবেই করি তার বাইরে কিছু না’।
ভারতীয় জনতা পার্টি:
বিরোধী দলনেতা বলেছিলেন হিন্দুদের ভোটে বিজেপি জিতবে, মুসলিমদের ভোট তাদের চাই না- এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। অন্য জায়গায় জানিনা, বাংলাতে দেয় না। বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকমের কথা বলেন। সেটা তো নীতি নয়, পরিস্থিতির কারণে, ইস্যুর কারণে হয়। সেই জন্য কেউ কেউ হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা। কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি পরিষ্কার আছে’।
অনিল দাসকে মারধোর:
বামপন্থী নেতা অনিল দাসকে মারধোরের ঘটনায় ছয় দিন কেটে যাওয়ার পরও বেবি কোলেকে পুলিস গ্রেফতার করেনি কেন, এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘খড়্গপুরে তৃণমূল যে ধরনের রাজনীতি শুরু করেছে, অনিল দাসের মতো একজন প্রবীণ নেতা, তাঁকে যেভাবে অপমান, অত্যাচার করা হয়েছে। পুলিসের তরফ থেকেও কোনও কাজ হয়নি। আর যারা অপরাধ করলো তারাই বসে আছে। পুলিশকে তারাই চালাচ্ছে। তাই এখানে কোন সাজা আশা করা যায় না। খড়্গপুরের মানুষও এই ধরনের রাজনীতি আগে দেখেননি। যারা করছে এই ধরনের রাজনীতি ছাব্বিশে তারা জবাব পেয়ে যাবে’।
মন্দির তো কারও বাপের নয়:
দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগদান করতে যাচ্ছে? কতটা সত্যি- এই প্রশ্ন শুনেই স্বমহিমায় তাঁর উত্তর- ‘এই ধরনের প্রশ্ন কে করছে? ঠিক আছে উত্তর তারা পেয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দিঘাতে জগন্নাথ ধাম ঘুরতে যাওয়ার প্রসঙ্গে বলেন ‘আমি রোজ কোন না কোন মন্দিরে যাই। মন্দির তো কারও বাপের নয়। ভগবানের কাছে সবাই যেতে পারে। গতকাল রথ টেনে এলাম। আমার চরিত্রের মধ্যে আছে মন্দিরে যাওয়া। জানিনা বাকিরা মন্দির নিয়ে কি রাজনীতি করে। কিছু দিলীপ ঘোষ মন্দির নিয়ে রাজনীতি করে না’। মোদির সভাতে আপনাকে ডাকা হয়নি. অমিত সাহার সভাতেও আপনাকে ডাকা হয়নি। এরপর নতুন রাজ্য সভাপতি কে সংবর্ধনা অনুষ্ঠানে আপনাকে ডাকা হয়নি, এতে দিলীপ অনুগামীদের মনোবল ভেঙ্গে যাচ্ছে না? তিনি বলেন ‘জানিনা পার্টি কেন ডাকেনি’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)