Sheikh Shajahan: সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ শাহজাহান আরও বিপাকে! রুজু CBI-এর খুনের মামলা…


বিক্রম দাস: অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল পুলিস। শাহজাহান সহ ২৫ জনের বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। ২০১৯ সালের ৮ জুন তিন বিজেপি খুনে জেলা পুলিশ ও পরে সিআইডি তদন্ত করছিল। দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলকে খুন করার অভিযোগ। নিহতদের পরিবারের তরফে সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা হয়।

CBI-এর FIR: 

বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠন করে সিবিআইকে তদন্ত শুরু করতে বলে। সূত্রের দাবি, এই নির্দেশের পর বসিরহাট আদালত থেকে মামলার সমস্ত নথি সংগ্রহ করার পর এফআইআর করল সিবিআই। খুন, তথ‍্য প্রণাম লোপাট, দাঙ্গা, অস্ত্র নিয়ে দাঙ্গা এবং যা ব‍্যবহারের ফলে মৃত্যু, বেআইনি জমায়েত, ইচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত করা, অপহরণ, অনুমতি ছাড়া অন্যের বাড়িতে প্রবেশ- এই সমস্ত ধারাতে মামলা রুজু হয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল। সংবাদ সংস্থা পিটিআইকে এই কথা জানিয়েছেন সিবিআই আধিকারিক।

আরও পড়ুন: Basirhat Crime News: শ্বশুরের তীব্র কা*মের জ্বালা! লাগাতার দু’মাস পুত্রবধূকে ধ*র্ষ*ণ, ভোগ*দখল, স্বামীর মা*র! শেষে…

খুনের মামলা রুজু: 

জানা গিয়েছে, শাহজাহান-সহ ২৫ জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। খুন, তথ‍্য প্রণাম লোপাট, দাঙ্গা, অস্ত্র নিয়ে দাঙ্গা এবং যা ব‍্যবহারের ফলে মৃত্যু, বেআইনি জমায়েত, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা, অপহরণ, অনুমতি ছাড়া অন্যের বাড়িতে প্রবেশ- এই সমস্ত ধারাতে মামলা রুজু হয়েছে। সূত্রের দাবি, হাই কোর্টের নির্দেশের পর বসিরহাট আদালত থেকে মামলার সমস্ত নথি সংগ্রহ করে সিবিআই। তারপর এফআইআর করল তারা।

মামলার সূত্রপাত: 

২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সন্দেশখালির ভাঙ্গিপাড়ায় রাজনৈতিক অশান্তি চলছিল। ৮ জুন সেই আবহে সন্দেশখালিতে একই পরিবারের দুই বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে। এখনও পর্যন্ত ওই পরিবারের একজন নিখোঁজ। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। অভিযোগ, দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলকে গুলি করে খুন করা হয়। মাথায় গুলি লেগে মৃত্যু হয় কায়ুম আলি মোল্লা নামে এক তৃণমূল কর্মীরও।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘মন্দির তো কারও বাপের নয়… যারা করছে এই ধরনের রাজনীতি ২৬-এ তারা জবাব পেয়ে যাবে..’ বিস্ফোরক দিলীপ ঘোষ

সন্দেশখালির বেতাজ বাদশাহ: 

অপর দিকে, বিজেপি কর্মীর পরিবারের সদস্য দেবদাস মণ্ডল নিখোঁজ রয়েছেন। সে সময় মৃতদের পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগে সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাজাহানের নাম থাকলেও, পরে যখন মামলা সিআইডি হাতে নেয় এবং আদালতে চার্জশিট পেশ হয়, তখন দেখা যায় শাহজাহানের নামই বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঘটনার চার বছর পর সিবিআই চার্জশিটকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন মৃতার স্ত্রী পদ্মা মন্ডল। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *