শ্রীকান্ত ঠাকুর: হাওড়ার কলেজে র্যাগিং ঘটনার পর এবার কাঠগড়ায় বালুরঘাট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার ছাত্র রাজনীতি। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বালুরঘাট কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু নেতা-নেত্রী মদের বোতল হাতে উদযাপনে মেতে উঠেছেন। ভিডিয়োটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগের তিরে সরাসরি তৃণমূল ছাত্র পরিষদের দিকেই।
এই ভিডিয়োতে যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম সুরোজ সাহা। তিনি বর্তমানে বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার পদে রয়েছেন এবং দলের সক্রিয় কর্মী বলেই পরিচিত। বিরোধী বিজেপি’র তরফে এই ভিডিয়োকে হাতিয়ার করে প্রবল আক্রমণে নেমেছেন যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী। তাঁর দাবি, ‘সুরোজ সাহা একজন প্রাক্তন ছাত্র হলেও কলেজ ক্যাম্পাসে তাঁর অবাধ যাতায়াত রয়েছে। শুধুমাত্র বালুরঘাট কলেজ নয়, জেলার প্রায় সব কলেজেই তৃণমূল ছাত্র পরিষদ এখন আমোদ-প্রমোদের কেন্দ্র হয়ে উঠেছে। কোনও নিয়ম, শৃঙ্খলা মানা হচ্ছে না। তৃণমূল ছাত্র পরিষদের নামে এ এক দুর্নীতির মডেল।’
ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্র মহলে। অনেক সাধারণ ছাত্রছাত্রী কলেজ ক্যাম্পাসে এই ধরনের কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেছেন। কলেজের শিক্ষাক্ষেত্রকে কলুষিত করার অভিযোগ উঠেছে। সাধারণ অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন কলেজ চত্বরে এমন ঘটনার প্রভাব নিয়ে।
আরও পড়ুন:Narasinha Dutt College: নবাগতদের ন*গ্ন করিয়ে নি*র্যাত*ন! এবার হাওড়ার কলেজে ছাত্রনেতার দাদাগিরি…
তবে এই ভিডিয়োর সত্যতা মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ। তাঁর বক্তব্য, ‘এই ভিডিয়ো পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করতেই এই প্রচেষ্টা। তবে যদি ভিডিয়ো সত্যি হয় এবং তাতে ছাত্র পরিষদের কেউ জড়িত থাকে, তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।’ এই ভিডিয়োকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক চলছে। বালুরঘাট কলেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও লিখিত মন্তব্য করেননি। যদিও অভ্যন্তরীণভাবে তদন্তের দাবি উঠেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)