‘ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করার রাস্তা ম্যাঙ্গো, যেন তাঁর PA’, বিস্ফোরক প্রমিতের সহপাঠিনী \ Kasba law College Incident how manojit misha extended its influence in the college reveals a student


অয়ন ঘোষাল: কসবা আইন কলেজ (Kasba Law College Incident) খোলার দ্বিতীয় দিনে প্রাকৃতিক দূর্যোগে পড়ুয়াদের উপস্থিতির হার অত্যন্ত নগণ্য। নিতান্ত যাদের প্রজেক্ট জমা দিতেই হবে অর্থাৎ আজ লাস্ট ডেট, তারা ছাড়া আজ কেউ কলেজে আসেননি। তাদের মধ্যে এক ছাত্রী গণধর্ষণ কাণ্ডে ধৃত প্রমিত মুখোপাধ্যায়ের সহপাঠিনী। তার বক্তব্য, প্রমিতের সঙ্গে একসঙ্গে ওঠাবসা, গল্প করার সময় কখনোই মনে হয়নি সে এরকম একটা ঘৃণ্য জঘন্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে।

আরও পড়ুন, Dilip Ghosh: প্রবল বৃষ্টিতেই গলছে বরফ! আজ বিকালেই দিলীপ ঘোষ… পা রাখবেন…

তবে ম্যাঙ্গো কলেজে কীভাবে তার প্রভাব বিস্তার করেছিল, সেটা পুরোটাই উঠে এসেছে ওই ছাত্রীর বক্তব্যে। কলেজ সংক্রান্ত কোনও প্রয়োজনে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের কাছে গেলে তিনি সঙ্গে সঙ্গে সেই ছাত্র বা ছাত্রীকে কীভাবে মনোজিতের কাছে পাঠিয়ে দিতেন তাও জানিয়েছেন ছাত্রী। তার চাঞ্চল্যকর দাবি, কলেজের কোনও পড়ুয়া ভাইস প্রিন্সিপালের সঙ্গে কোনও প্রয়োজনে দেখা করতে চাইলে ভায়া মনোজিৎ হয়ে যেতে হত।

কার্যত যেন সেখানে তার পার্সোনাল অ্যাসিস্টেন্টের মতো হয়ে দাঁড়িয়েছিল ম্যাঙ্গো। দেওয়ালে যে লেখাটা আছে, MONOJIT DADA IS IN OUR HEART এই লেখাটি সিনিয়র কারুর নয়, প্রথম সেমিস্টারের পড়ুয়াদের দিয়ে লেখানো। চাঞ্চল্যকর বক্তব্য ছাত্রীর। কর্তৃপক্ষ আর পড়ুয়াদের মাঝে মিডল ম্যান হয়ে দাঁড়িয়েছিল ম্যাঙ্গো। ভাইস প্রিন্সিপাল প্রচণ্ড চাপে থাকেন। উনি কোনও সিদ্ধান্ত নিতে পারেন না।,দাবি ওই ছাত্রীর।

আরও পড়ুন, Santanu Sen: ওঁকে ফুল পাঠাচ্ছি, মুন্নাভাইয়ের মতো গেট ওয়েল সুন মেসেজ কিনা বুঝে নিন: শান্তনু

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *