শ্রীকান্ত ঠাকুর: বালুরঘাট কলেজের ভিডিও ভাইরালের উত্তেজনা কমতে না কমতেই এবার বালুরঘাট ‘ল কলেজের একটি ভিডিও পোস্ট করে সমাজমাধ্যমে সরব হয়েছেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার এই টুইটের পরে আবারো রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে জেলা জুড়ে। বালুরঘাট ‘ল কলেজের ভিতরে এক ছাত্র আরেক ছাত্রকে কলার ধরে নিয়ে যাচ্ছে হুমকি দিতে দিতে। আর ওই ভিডিয়োকে হাতিয়ার করে আবারও প্রচারে নেমেছে বিজেপি। তাদের দাবি, জেলার বিভিন্ন কলেজে এই ধরনের দাদাগিরি অব্যাহত।
বালুরঘাট ‘ল কলেজের অধ্যক্ষ ডক্টর সন্তোষ কুমার তিওয়ারি অবশ্য এই ছাত্রের পরিচয় জানেন না এবং এই ছাত্রের সঙ্গে কলেজের কোন সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কোন একটা পুরনো ভিডিও প্রকাশ্যে এনে কলেজের বদনাম করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি। কারণ বালুরঘাট ‘ল কলেজে বিগত ৪ বছর ধরে সংসদের রুম খোলা হয় না। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের কোন ইউনিট নেই। অবশ্য এই বিষয়ে তৃণমূলের নেতা সুভাষ চাকী বলেছেন মিথ্যার আশ্রয় নিচ্ছে বিজেপি। সাধারণ একটা ভিডিওকে দাদাগিরির ভিডিও বলে চালানোর চেষ্টা হচ্ছে। এখানে কোথাও হিংসা ফুটে ওঠেনি বরং এক বন্ধুকে আর এক বন্ধুর সঙ্গে হেঁটে যেতে দেখা গেছে। এই ধরনের মিথ্যাকে আশ্রয় করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। কবেকার ছবি, ছবিতে কাকে কাকে দেখা যাচ্ছে এটা স্পষ্ট করতে হবে বিজেপিকে।
আরও পড়ুন-এলাকার একশো মহিলার সঙ্গে…. কার্তিককে খুঁজছিল পুলিস, অবশেষে…
আরও পড়ুন-ধর্মীয় কাজকর্মের আড়ালে ধর্মান্তর করত ছাঙ্গুরবাবা! মা-বোনদের বাঁচাতে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ
বালুরঘাট ল কলেজে শাসকদলের ছাত্র নেতার প্রকাশ্যে দাদাগিরি দেখুন! শিক্ষাঙ্গনের মধ্যেই হুমকি দিয়ে এক ছাত্রকে কলার ধরে টেনে নিয়ে যেতে যাকে দেখা যাচ্ছে, সেই ‘গুনধর’ ছাত্রের নাম রুপম সাহা। ল কলেজের মধ্যে এর আগেও তার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ভীতি প্রদর্শন থেকে শুরু করে একাধিক অন্যায়… pic.twitter.com/fSdsI8DXcG
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 8, 2025
অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকারের দাবি, এই ঘটনা নতুন নয়। জেলার সমস্ত কলেজেই দাদাগিরি অব্যাহত রয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ধামাচাপা দিতে ও দৃষ্টিকে ঘোরাতে মিথ্যা ভিডিও বলে দাবি করছে। ওখানে স্পষ্ট দেখা গেছে বালুরঘাট ‘ল কলেজের ভিতরের ঘটনা। ঘটনা আজকের হোক বা গতকালের, কলেজের মধ্যে এরকম ঘটনা ঘটেছে এ বিষয়ে কোন সন্দেহ নেই। দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কারণ এরা দলের সম্পদ। কলেজ কর্তৃপক্ষের উচিত ভিডিও দেখে দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)